Bhai Phota 2023: ভ্রাতৃদ্বিতীয়ার সাতসকালে গ্যাস লিক!

Bhai Phota 2023: ভ্রাতৃদ্বিতীয়ার সাতসকালে গ্যাস লিক!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 15, 2023 | 2:51 PM

ভ্রাতৃদ্বিতীয়ার দিন সাতসকালে মাংস দোকানে আগুন লেগে আহত ২। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার কাশিগঞ্জে।

সাতসকালে ভাতৃদ্বিতীয়ার দিন গ্যাস লিক করে দুর্ঘটনা। আহত দুই। ভাতৃদ্বিতীয়ার দিন সাতসকালে মাংস দোকানে আগুন লেগে আহত ২। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য।

ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার কাশিগঞ্জে। জানাযায় ভাতৃদ্বিতীয়ার দিন মাংস দোকানে ভিড় ছিল। দোকানের গরম জল করার গ্যাসের সিলিন্ডারের লিক করে আগুন লেগে যায়। দোকান ভর্তি খরিদ্দার সকলেই হকচকিয়ে যায়। খরিদ্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগাই।

আগুন নিভাতে গিয়ে এক খরিদ্দার গৌরী শংকর সিংসহ দোকানের মালিক স্বদেশ দাস আগুনে বেশ খানিকটা পুড়ে যায়, আগুনে পুড়ে মৃত্যু হয় বেশ কয়েকটি মুরগির । আহত দুজনকেই চিকিৎসার জন্য স্থানীয়রা ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন দুজনেরই এখন চিকিৎসা চলছে। ঘটনাস্থলে ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ।

Published on: Nov 15, 2023 02:50 PM