AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purba Bardhaman News: ত্রিপলের ঝুপড়িতে বসবাস, লড়াইয়ের মধ্যেই উচ্চ মাধ্যমিক মহুয়ার

Purba Bardhaman News: ত্রিপলের ঝুপড়িতে বসবাস, লড়াইয়ের মধ্যেই উচ্চ মাধ্যমিক মহুয়ার

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Feb 28, 2023 | 4:29 PM

Share

Purba Bardhaman News: রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা পেলেও পায়নি মাথা উপরে ছাদ। পূর্ব বর্ধমানের গলসির আটপাড়া গ্রামের তাদের বসত বাড়ি বলতে আট দশ ফুটের একটি ত্রিপলের ঝুপড়ি। আর তার ভিতরে এক চৌকিতে খাওয়া দাওয়া ও ঘুমানো সঙ্গে চলে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি

বর্ধমান: চার বছর ত্রিপলের ঝুপড়িতে পড়াশোনা করে এবার উচ্চমাধ্যমিককে বসছে মহুয়া। রাস্তার ধারে ঝুঁকে পড়েছে একটি শিশু গাছ। তার নিচে ত্রিপলের টাঁঙানো আছে। এই হল মহুয়াদের বাড়ি। আর এই বাড়িতে চার বছর ধরে পড়াশোনা চালিয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মহুয়া চৌধুরী। রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে পঁচিশ হাজার টাকা পেলেও পায়নি মাথা উপরে ছাদ। পূর্ব বর্ধমানের গলসির আটপাড়া গ্রামের তাদের বসত বাড়ি বলতে আট দশ ফুটের একটি ত্রিপলের ঝুপড়ি। আর তার ভিতরে এক চৌকিতে খাওয়া দাওয়া ও ঘুমানো সঙ্গে চলে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি।

চার বছর আগে আমফান ঝড়ে ভেঙে যায় মহুয়াদের মাটির বাড়িটি। তখন থেকেই বাবা মায়ের সঙ্গে গাছের নিচে আশ্রয় নিয়েছে সে। ঘরের উত্তর দিকে কোনে খোলা আকাশের নিচে হয় তিন বেলার রান্নার কাজ। বৃষ্টির নামলে সেটাও বন্ধ হয়ে যায়। আক্ষেপে নিজেদের জীবনটাকে গরু ছাগলের সঙ্গে তুলনা করলেন মহুয়া ও তার বাবা মা।

মা রেখা বেগম গৃহবধূ। বাবা মান্নান চৌধুরী দিনমজুর। সপ্তাহে দু’দিন কাজ হয় তো পাঁচদিন বন্ধ। ফলে অভাব কিছুতেই পিছু ছাড়ছে না তাদের। স্বাভাবিক ভাবে দুঃখ ও যন্ত্রণার মধ্যে দিন কাটছে পরিবারটির। স্থানীয় লোয়া রামগোপালপুুর পঞ্চায়েত ও গলসি ১ নম্বর বিডিও অফিসে বার বার জানিয়েও কোন সুরাহা পায়নি তারা। স্থানায়ীরা বলেন, রাইপুর ও আটপাড়া এলাকায় ভোটে জিতেছ তৃণমূল। ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও পাশে দাঁড়াননি বিধায়ক থেকে ব্লক প্রশাসন কেউই। ভোট আসে ভোট যায় তবুও বদলায়না মহুয়ার মতো কন্যাশ্রীদের জীবন।

Published on: Feb 28, 2023 04:29 PM