Panchayat Election 2023: অনুব্রতগড়ে রক্তাক্ত তৃণমূল!
পঞ্চায়েত ভোটে অশান্তি বীরভূমে। নির্দল প্রার্থীর সমর্থকদের বোমাবাজি ও তাদের হাতে মার খেয়ে মাথা ফেটে রক্তাক্ত হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আহত প্রার্থীর নাম আবাদী মল্লিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ুরেশ্বর দু নম্বর ব্লকের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বেজা গ্রামে।
পঞ্চায়েত ভোটে অশান্তি বীরভূমে। নির্দল প্রার্থী সমর্থকদের বোমাবাজি ও তাদের হাতে মার খেয়ে মাথা ফেটে রক্তাক্ত হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আহত প্রার্থীর নাম আবাদী মল্লিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ুরেশ্বর দু নম্বর ব্লকের দাসপলসা গ্রাম পঞ্চায়েতের বেজা গ্রামে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই ঘটে বোমাবাজি ও মারধোর বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনস্থলে পৌঁছেছে ময়ুরেশ্বর থানার পুলিশ।অশান্তির বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ভোটগ্রহণ।
Latest Videos