Memari Sanitation workers: সাফাই হচ্ছে না মেমারি

Memari Sanitation workers: সাফাই হচ্ছে না মেমারি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 27, 2023 | 8:22 PM

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়ল পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার সাফাইকর্মীদের বিক্ষোভ। আজও অচলাবস্থা কাটেনি।নায্য দাবি হলে বিবেচনা করা হবে জানালেন উপ-পুরপ্রধান। এদিনও মেমারি পৌরসভার সামনে সাফাই কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান।

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়ল পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার সাফাইকর্মীদের বিক্ষোভ। আজও অচলাবস্থা কাটেনি।নায্য দাবি হলে বিবেচনা করা হবে জানালেন উপ-পুরপ্রধান। এদিনও মেমারি পৌরসভার সামনে সাফাই কর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। তাদের দাবি, তাদের স্থায়ীকরণ করতে হবে। ৬ হাজার টাকার জায়গায় ১৫০০০ টাকা মাইনে করতে হবে । এছাড়াও আরো দুটি দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, পৌরসভা কে জানিয়েও এতদিম কোনওরকম কোন কাজ হয়নি। তাদের দাবি না মানা হলে আগামী দিনও এই আন্দোলন বৃহত্তর হবে বলে জানান তারা। সাফাইকর্মীরা জানান, যদি কতৃপক্ষ আলোচনায় বসেন ভাল। নইলে আন্দোলন চলবে ।
আর এক সাফাইকর্মী কুশ অর্জুন বলেন, ১ থেকে ১৬ নম্বর ওয়ার্ডের সব কর্মীরা এই আন্দোলনে যোগ দিয়েছেন। দাবি না মিটলে আরো বড় হবে আন্দোলন। আজ এই আন্দোলন চলার সময়ই মেমারি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুজনেই পৌরসভাতে আসেন এবং আন্দোলনকারীদের সেখান থেকে সরে যাওয়ার কথা বলেন। যদিও পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত’র দাবি আজ পৌরসভায় মিটিং আছে। আসতে বলা হয়েছে। সরকারি যা নিয়ম আছে সেই নিয়ম মেনে যুক্তিপূর্ণ দাবি হলে অবশ্যই মানা হবে। নইলে মানা যাবে না। আদিবাসী সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বালুরঘাট পুরসভার শান্তিকলোনিতে। অভিযোগ, দখল করা জমিতে তৈরি পাঁচিল ভেঙে দেয় আদিবাসী সম্প্রদায়ের কয়েকশো সশস্ত্র মানুষ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়ল পূর্ব বর্ধমানের মেমারি পুরসভার সাফাইকর্মীদের বিক্ষোভ। আজও অচলাবস্থা কাটেনি।নায্য দাবি হলে বিবেচনা করা হবে জানালেন উপ-পুরপ্রধান।