Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mithun Chakraborty: মিঠুনের মন খারাপ

Mithun Chakraborty: মিঠুনের মন খারাপ

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 09, 2023 | 11:28 PM

৯ জুন, শেষ পর্ব সম্প্রচারিত হল ‘মিঠাই’ ধারাবাহিকের। টানা ৫৪ সপ্তাহ ধরে টিআরপি-র তালিকায় প্রথমে থাকা ধারাবাহিক শেষে আবেগঘন ভক্তমহল। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আর্জি, 'ফিরে আসুক এই টিম'।

কোথায় বিয়ে রাঘব-পরিণীতির
১৩ মে আংটি বদল করেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। পরিবারের প্রিয়জনদের নিয়ে অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে। এবার পালা রাজস্থানের। সেখানেই এক বিলাসবহুল দুর্গে বসবে বিবাহ আসর। চলতি বছরই চার হাত এক হবে জুটির।

মিঠুনের মন খারাপ
‘জিমি’ ছবির মধ্যে দিয়ে বলিউডে ডেবিউ করেন মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমো। কিন্তু সেই ছবি হিট হয়নি। ছেলের ছবি ফ্লপ হতেই দুঃখে ভেঙে পড়েন মিঠুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই সময়ে পরিবারের সকলের মানসিক অবস্থার কথাই শেয়ার করেছেন মহাক্ষয়।

কঠিনতম সিদ্ধান্ত কাজলের
ইনস্টাগ্রামে প্রায় ১৪ মিলিয়ন অনুরাগী নিয়ে রাজত্ব ছিল কাজলের। কিন্তু আচমকাই কাজলের ঘোষণা, সব ধরনের সামাজিক মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিতে চলেছেন তিনি। হালফিলের ভাষায় যাকে বলে ‘সোশ্যাল ডিটক্স’। কাজল লেখেন, “জীবনের সবচেয়ে কঠিনতম পরীক্ষার মুখোমুখি আমি। সোশ্যাল মিডিয়া থেকে ব্রেক নিচ্ছি।”

শেষ হল ‘মিঠাই’ ধারাবাহিক
৯ জুন, শেষ পর্ব সম্প্রচারিত হল ‘মিঠাই’ ধারাবাহিকের। টানা ৫৪ সপ্তাহ ধরে টিআরপি-র তালিকায় প্রথমে থাকা ধারাবাহিক শেষে আবেগঘন ভক্তমহল। শুক্রবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের আর্জি, ‘ফিরে আসুক এই টিম’।

কপিলের পারিশ্রমিক ফাঁস
ভারতের জনপ্রিয় কৌতুক শিল্পী কপিল শর্মার পারিশ্রমিক এবার ফাঁস করলেন পাকিস্তানের কৌতুকশিল্পী ইফতিখর ঠাকুর। তিনি জানান, একটি শো করতে ৫ কোটি টাকা নেন কপিল। তবে তাঁর ব্যবহারের সুখ্যাতি করতে পিছপা হলেন না। কপিল মাটির মানুষ, বারবার একই কথা বলে গেলেন ইফতিখর।

পিরিয়ডস নিয়ে কী বললেন সৌমিতৃষা?
সৌমিতৃষা কুন্ডু, টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। পিরিয়ডসের সময় তাঁর কী অবস্থা হয়, কেমন হয় মানসিক অবস্থা? নিজের ইনস্টা স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করেছেন নায়িকা। তাতে দেখা যাচ্ছে, ঋতুস্রাবের ৮ দিন আগে চিপস আর বিস্কুটে ডুবে যায় মন। পাঁচ দিন আগে নিজের রাগ নিয়ন্ত্রণ করা হয়ে পড়ে কঠিন। তিন দিন আগে থেকে জাঙ্ক ফুডে উড়ে যায় নায়িকার মন। আর দু’দিন আগে থেকে সবচেয়ে বড় সমস্যা মানে- ‘মুড সুইং’।

বেস্টফ্রেন্ডকে মিস যশের
বিশেষ দিনে বেস্টফ্রেন্ডকে মিস করছেন যশ দাশগুপ্ত। কিছু দিন আগেই হারিয়েছেন প্রিয় বন্ধু তাঁর আদরের সন্তান হ্যাপিকে। জাতীয় বেস্ট ফ্রেন্ড ডে’তে হ্যাপির সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার যশের। মনে করলেন পুরনো দিনের কথা।

প্রতারণার শিকার আয়েশা শ্রফ
লক্ষ-লক্ষ টাকা চোট গেল অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফের। আয়েশার অভিযোগ, আলান ফার্নান্ডেজ নামে এক ব্যক্তি প্রায় ৫৮ লক্ষ টাকার প্রতারণা করেছেন তাঁর সঙ্গে। ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৮, ৪৫৬, ৪৬৭ এবং ৪৬৮ ধারায় মামলা দায়ের করেছেন জ্যাকি শ্রফ-পত্নী।

কবে থেকে শুরু বিগবস ওটিটি?
২০২১ সাল থেকে শুরু হয় বিগবস ওটিটি। এবার পালা দ্বিতীয় পর্বের। ১৭ জুন থেকে ভুট অ্যাপে তা সম্প্রচারিত হবে বিনামূল্যে। সামনে এল রিয়্যালিটি শোয়ের প্রোমো। সঞ্চালনায় করণ জোহরের পরিবর্তে থাকছেন সলমন খান।