TMC Shahid Diwas: ২১শে জুলাইয়ে মালদায় অন্য ছবি

TMC Shahid Diwas: ২১শে জুলাইয়ে মালদায় অন্য ছবি

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 21, 2023 | 4:08 PM

একদিকে ২১ শে জুলাই, অন্যদিকে বিজেপির বিডিও অফিস ঘেরাও এরই মাঝে অরাজনৈতিক ভাবে বিক্ষোভ, রাস্তা অবরোধ সাধারণ মানুষের। অবরোধ, বিক্ষোভ মালদার হবিবপুর থানা এলাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্য সড়কে।

একদিকে ২১ শে জুলাই, অন্যদিকে বিজেপির বিডিও অফিস ঘেরাও এরই মাঝে অরাজনৈতিক ভাবে বিক্ষোভ, রাস্তা অবরোধ সাধারণ মানুষের। অবরোধ, বিক্ষোভ মালদার হবিবপুর থানা এলাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্য সড়কে। টানা লোডশেডিং, বিদ্যুৎ এর বেহাল অবস্থা নিয়ে নাজেহাল মানুষ এবার পথে নেমে শুরু করল বিক্ষোভ।নালাগোলা রাজ্য সড়ক অবরোধ হবিবপুরে কেন্দপুকুর এলাকায়। একইসাথে হবিবপুরের বুলবুলচন্ডিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। প্রায় তিন থেকে চার দিন ধরে সন্ধ্যায় পর বিদ্যুৎ চলে গেলে আর আসেনা। তীব্র গরমে অতিষ্ঠ সকলে। সমস্যা পানীয় জলের। বিদুৎ না থাকায় পিএইচই র জলও আসে না।এতেই নাজেহাল মানুষ নামে বিক্ষোভে। সামাল দিতে নামে পুলিশ।