Mohammed Siraj: ট্রোলারদের মোক্ষম জবাব সিরাজের
ক্রিকেটে রান বা উইকেট না পেল, অনেক ক্রিকেটাররা ট্রোলারদেরও নিশানা বনে যান। আরসিবির পেসার মহম্মদ সিরাজ এ বার ট্রোলারদের এক হাত নিলেন।
ক্রিকেটে রান বা উইকেট না পেল, অনেক ক্রিকেটাররা ট্রোলারদেরও নিশানা বনে যান। আরসিবির পেসার মহম্মদ সিরাজ এ বার ট্রোলারদের এক হাত নিলেন। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে আরসিবি। সেই ম্যাচে উইকেটও পেয়েছেন সিরাজ। তারপরই আরসিবির পডকাস্টে ট্রোলারদের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে অনেক ক্রিকেটারই দূরে থাকেন। ক্রিকেটাররা নিন্দুকদের জবাব দিয়ে থাকেন ২২ গজে। যেমনটা করেন আরসিবির তারকা সিরাজও। আরসিবির পডকাস্টে সিরাজ সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং নিয়ে বলেন,‘বসে বসে সোশ্যাল মিডিয়ায় গালি লেখাটা খুব সহজ। কিন্তু তারা জানেই না আসল তাঁর আসল সংগ্রামটা। এভাবে তোমরা কাউকে গালিগালাজ দাও কেমন করে? এই সকল মেসেজগুলো মোটিভেশন নষ্ট করে দেয়। কেউ একটা বিনা কারণেই তোমাকে গালিগালাজ দিচ্ছে। আর খারাপ কী হতে পারে?’ কোনও ক্রিকেটারকে ভবিষ্যতের তারকা বলে, পরের দিনই তাঁকে গালি দেওয়ার কোনও যুক্তি দেখছেন না সিরাজ। তাঁর বাবা পেশায় অটোচালক ছিলেন। সিরাজ কোনও ম্যাচে খারাপ পারফর্ম করলে, তাঁকে বলা হয় ক্রিকেট ছেড়ে অটো চালাতে। সকলের জীবনেই উত্থান-পতন থাকে। তাই কাউকে গালিগালাজ করাটা ঠিক নয় বলেই মনে করেন সিরাজ।