Expressway Toll Tax Hike: কোন রাস্তার কত টোল?

Expressway Toll Tax Hike: কোন রাস্তার কত টোল?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 10, 2023 | 3:56 PM

ভারতের বিভিন্ন প্রান্তকে যুক্ত করে ৪৭টি এক্সপ্রেসওয়ে। এর মধ্যে বেশ কিছু এক্সপ্রেওয়ে খুবই জনপ্রিয়। এই এক্সপ্রেসওয়ে গুলির টোলের খরচ কত। পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে দিয়ে গেছে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে। এটি দেশের ১ম ৬ লেন টোল এক্সপ্রেসওয়ে।

ভারতের বিভিন্ন প্রান্তকে যুক্ত করে ৪৭টি এক্সপ্রেসওয়ে। এর মধ্যে বেশ কিছু এক্সপ্রেওয়ে খুবই জনপ্রিয়। এই এক্সপ্রেসওয়ে গুলির টোলের খরচ কত। পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে দিয়ে গেছে মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে। এটি দেশের ১ম ৬ লেন টোল এক্সপ্রেসওয়ে। মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে গাড়ি ৩২০ টাকা, মিনি বাস ৪৯৫টাকা, ভারী যানবাহন ৬৮৫টাকা, বাস ৯৪০ টাকা, বড় ট্রাক ১,৬৩০ থেকে ২,১৬৫টাকা। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের টোল খরচ ছোট গাড়ি ৫০০ টাকা, বাণিজ্যিক যানবাহন ৫৮০ টাকা, ভারী বাস ও ট্রাক ১৬৮০ টাকা। যমুনা এক্সপ্রেসওয়ে গ্রেটার নয়ডা ও আগ্রাকে যুক্ত করেছে। যমুনা এক্সপ্রেসওয়ের খরচ ছোট গাড়ি ৪৩৭ টাকা, হালকা বাণিজ্যিক যানবাহন ৬৪৮ টাকা, ট্রেইলার ২,৭২৯ টাকা। আহমেদাবাদ ভদোদরা এক্সপ্রেসওয়ের খরচ শহর ভেদে ভিন্ন। আহমেদাবাদ থেকে ভদোদরার খরচ ১২৫ টাকা, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে গাজিপুর ও লখনউকে যুক্ত করেছে। গাড়ি, জিপ, ভ্যানের টোল ৬৭৫ টাকা, হালকা বাণিজ্যিক যানবাহন ও মিনিবাস ১,০৬৫ টাকা। বাস ও ট্রাক ২,১৪৫ টাকা, মাল্টি-এক্সেল যান জিও-মুভিং যন্ত্রপাতি ৩,২৮৫ টাকা। ৭ এর বেশি এক্সেল যানবাহন ৪,১৮৫ টাকা। মুম্বই নাগপুর মহামার্গের খরচ গাড়ি ও জিপ ১,২১২ টাকা। হালকা যানবাহন ও মিনিবাস ১,৯৫৫ টাকা, বাস, ট্রাক ৪,১০০ টাকা। ৩ এক্সেল যান ৪,৪৭২ টাকা, ভারী নির্মাণ যন্ত্রপাতি ৬,৪৩৫ টাকা, বড় যানবাহন ৭,৮৩০ টাকা। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের খরচ। হালকা যানবাহন ৬৫৫ টাকা, হালকা বাণিজ্যিক যানবাহন ১,০৩৫ টাকা, বাস ও ট্রাক ২,০৭৫ টাকা, ভারী নির্মাণ যন্ত্রপাতি ৩,১৭০ টাকা, বড় যানবাহন ৪,০৭০ টাকা।