#MyIndiaMyDuty – দেশের প্রতি কর্তব্য পালনের অঙ্গীকার
এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা দেশের প্রতি কর্তব্য পালনে অঙ্গীকারবদ্ধ হই।
দেশের প্রতি কর্তব্য পালনের অঙ্কীকার, মহৎ উদ্দেশ্যে দেশব্যাপী প্রচারাভিযান শুরু করল টিভি নাইন নেটওয়ার্ক। বাংলা, হিন্দি সহ আরও একাধিক ভাষায় শুরু হয়েছে এই অভিযান- My India My Duty।
১৩০ কোটির ভারতে যারা শুধু নিজের কথা না ভেবে, সকলের কথা ভাবছেন, এই গ্রহের কথা ভাবছেন, তাঁদের পথচলার গল্পগুলি জানতে এবং জানাতেই এই উদ্যোগ। শুধু গল্প বলাই নয়, যারা প্রতিনিয়ত অনুপ্রাণিত করেছেন এবং এখনও করে চলেছেনে সেই সকল প্রকৃত নায়কদের সামনে নিয়ে আসবে টিভি নাইন নেটওয়ার্ক। আপনিও কি সমাজের এমন একজন নায়ক? তাহলে অবশ্যই শামিল হন টিভি নাইন নেটওয়ার্কের My India My Duty – প্রচারাভিযানে।
দেশের প্রতি, সমাজের প্রতি আপনার অঙ্গীকার পালনের ভিডিয়ো ফেসবুকে পোস্ট করুন। হ্যাশট্যাগ দিন #MyIndiaMyDuty। আর অবশ্যই ট্যাগ করুন টিভি নাইন বাংলাকে (@TV9BanglaLive)। এই প্রজাতন্ত্র দিবসে আসুন আমরা দেশের প্রতি কর্তব্য পালনে অঙ্গীকারবদ্ধ হই।