‘ঐতিহাসিক’ প্রজাতন্ত্র দিবস
সিংঘু সীমানার পথে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিস। ট্রাক্টর মার্চে অংশ নিতে যাওয়া অ্যাম্বুলেন্সকেও আটকে দেওয়া হয়েছে।
প্রজাতন্ত্র দিবসে এবার পুরো নজরই কৃষকদের ট্রাক্টর মার্চে। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার পথে নেমেছেন কয়েক হাজার অন্নদাতা। দিল্লির রাজপথে ট্রাক্টর মার্চ করছেন তাঁরা। আন্দোলনের ৬২ তম দিনে প্রায় ১০০ কিলোমিটার পথ অতিক্রম করবে আন্দোলনকারী কৃষকদের এই মার্চ। সিংঘু সীমানার পথে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিস। ট্রাক্টর মার্চে অংশ নিতে যাওয়া অ্যাম্বুলেন্সকেও আটকে দেওয়া হয়েছে। দিল্লি-হরিয়ানার টিকরি সীমানায় সকাল থেকেই পুলিসের ব্যারিকেড ছিল। আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে গেলে উত্তেজনা ছড়ায়।
Published on: Jan 26, 2021 12:30 PM
Latest Videos