Alipurduar Elephant Death: হাতির অস্বাভাবিক মৃত্যু
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি মন্ডল পাড়ায় এক দাঁতাল হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে এলাকার এক ধান খেতে এক পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত দেহ দেখতে পায় স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় বনদফতরকে।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সাতালি মন্ডল পাড়ায় এক দাঁতাল হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে এলাকার এক ধান খেতে এক পূর্ণবয়স্ক দাঁতাল হাতির মৃত দেহ দেখতে পায় স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় বনদফতরকে। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বনদফতরের আধিকারিকরা। তবে কী কারণে মৃত্যু হয়েছে এই হাতির, তা এখনও পরিষ্কার নয়। হাতির সুরটি জমিতে থাকা ব্লেড ওয়ার বা কাটা তারে আটকে রয়েছে। মৃত হাতিটি পূর্ণবয়স্ক পুরুষ হাতি বলে জানা গিয়েছে। এলাকার বাসিন্দারা জানান হাতির মৃত্যু স্বাভাবিক নয়। এটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। ঘটনাস্থলে বনদফতরের প্রাণী চিকিৎসক পৌছেছে। হাতির মৃতদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এদিন হাতির মৃতদেহ দেখতে এলাকায় প্রচুর মানুষ ভিড় জমায়। এদিকে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে,প্রতিনিয়ত ওই এলাকায় হাতির তান্ডব রয়েছে। হাতি থেকে ফসল বাঁচাতে বিদ্যুতের তার লাগানো ছিল জমিতে। ফলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বুনো দাঁতাল হাতিটির মৃত্যু হয়েছে।তবে বনদফতরের আধিকারিক রা এ নিয়ে তদন্ত শুরু করেছে।হাতিটির ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর পরিষ্কার হবে বলে জানিয়েছেন বনদফতরের আধিকারিক রা।