Goghat News: রাতের অন্ধকারে পুকুরের জলে রহস্যময় আলোর জ্যোতি
পুকুরের জল থেকে বেরিয়ে আসছে রহস্যময় আলোর জোতি। আর সেই আলো দেখতে দলে দলে ভিড় করছে গ্রাম গ্রামান্তরের মানুষজন। এলাকায় তৈরি হয়েছে তীব্র আতঙ্ক।
পুকুরের জল থেকে বেরিয়ে আসছে রহস্যময় আলোর জোতি। আর সেই আলো দেখতে দলে দলে ভিড় করছে গ্রাম গ্রামান্তরের মানুষজন। এলাকায় তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। এলাকায় পৌঁছে গোঘাট থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ঘটনাটি গোঘাট ১ নং ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুর এলাকায়। স্থানীয়দের দাবি মা শীতলা পুকুর হওয়ায় আলোর জ্যোতি দেখা যাচ্ছে। সন্ধ্যা থেকেই পুকুরের জল থেকে আলোর জ্যোতি বেরিয়ে আসতে দেখা যায়। আর এই রহস্যময় আলোর জ্যোতি কে কেন্দ্র করে পুকুরের পাড়ে গ্রাম গ্রামান্তরের মানুষজন ভিড় জমায়। ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। যদিও বিজ্ঞান মঞ্চে সদস্যরা আলোর জ্যোতি নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না। তবে তারা বিষয়টির দিকে নজর রেখেছেন বলে জানিয়েছেন।
Latest Videos