Nadia Post Office News: পোস্ট অফিসে তালা!

Nadia Post Office News: পোস্ট অফিসে তালা!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 17, 2023 | 11:03 PM

আজ নদীয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের হোগোলবাড়িয়া থানার অন্তর্গত জমশেরপুর পোস্ট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পোস্ট অফিসের গ্রাহকেরা। অভিযোগ প্রায় ৩৪ দিন যাবত পোস্ট অফিসের মেশিন খারাপ এবং ইন্টারনেট পরিষেবা না থাকায় গ্রাহকদের হয়রানির শেষ নেই।

আজ নদীয়া জেলার করিমপুর এক নম্বর ব্লকের হোগোলবাড়িয়া থানার অন্তর্গত জমশেরপুর পোস্ট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো পোস্ট অফিসের গ্রাহকেরা। অভিযোগ প্রায় ৩৪ দিন যাবত পোস্ট অফিসের মেশিন খারাপ এবং ইন্টারনেট পরিষেবা না থাকায় গ্রাহকদের হয়রানির শেষ নেই। টাকার প্রয়োজনে গ্রাহকদের ভীষণ দুরাবস্থা দেখা দিয়েছে। তাদের জমাকৃত অর্থ ফেরত না পাওয়ায় তারা আন্দোলন শুরু করেছে। গ্রাহকদের পক্ষ থেকে সাধন সরকার বলেন, যে, শুধু ইন্টারনেট পরিষেবা বা মেশিন খারাপ এমনই নয়, দীর্ঘ কয়েক দশক ধরে একটি মেশিন দ্বারা লেনদেন হয় এবং আধার সংশোধনের ব্যবস্থা থাকা সত্ত্বেও এখানে আধার কার্ড সংশোধন হয় না। তাছাড়া এখানে মহিলাদের কোন শৌচাগার নেই। এইসব বিষয় নিয়েই আমাদের আন্দোলন। এই দাবিগুলো মেনে না নিলে আমরা আন্দোলনকে বৃহত্তর পর্যায়ে নিয়ে যাব এমন কথা বলেন গ্রাহকের পক্ষ থেকে সাধন সরকার।