নিউটাউনের নিউ টয়লেট

প্ল্যাটিনাম গ্রিন সিটি নিউটাউন পৃথিবীর সেরা পাঁচ পরিবেশবান্ধব শহরের তকমা পেয়েছে ২০২০-তে।

| Updated on: May 11, 2021 | 7:01 PM

দূষণের নিরিখে ত্রাস হয়ে ওঠা কণ্টেনার দিয়ে এবার আস্ত একটা টয়লেট বানিয়ে তাক লাগিয়ে দিল নিউটাউন। প্ল্যাটিনাম গ্রিন সিটি নিউটাউন পৃথিবীর সেরা পাঁচ পরিবেশবান্ধব শহরের তকমা পেয়েছে ২০২০-তে। কিন্তু সেই সম্মান ও তার গুরুত্ব বজায় রাখতে প্রতিনিয়ত নিজেকে নতুন-নতুন ইকো ফ্রেন্ডলি ভাবনায় ও পন্থায় সাজিয়ে তুলছে কলকাতার সবুজ শহর নিউটাউন। সবুজ শহর নিউটাউনের বিভিন্ন জনবহুল এলাকায় বসানো হয়েছে এই শৌচাগারগুলি। লাল রঙের এই শৌচাগারগুলির ভিতর আছে সেন্সর লাগানো আলো। যখনই কেউ প্রবেশ করেন, তখন জ্বলে ওঠে আলো। শৌচাগারগুলির উপর রয়েছে সৌরবিদ্যুৎ প্যানেল। জনবহুল এলাকার এই শৌচাগার জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

 

Follow Us: