Nimtita Rajbari: শিশির থেকে সত্যজিতের স্মৃতি ঐতিহ্যশালী এই বাড়িতে
পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন নিমতিতা রাজবাড়ীকে ঐতিহ্যশালী স্ট্রাকচার হিসেবে ঘোষণা করল। সত্যজিৎ রায়ের ছবি 'জলসাঘর' শুট হয় এই জমিদার বাড়ীতে। এই বাড়ির একটি অংশ বর্তমানে গঙ্গার তলায়। জরাজীর্ণ এই বাড়িতে একসময় ছিল 'হিন্দু থিয়েটারের' রঙ্গমঞ্চ।
পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন নিমতিতা রাজবাড়ীকে ঐতিহ্যশালী স্ট্রাকচার হিসেবে ঘোষণা করল। সত্যজিৎ রায়ের ছবি ‘জলসাঘর’ শুট হয় এই জমিদার বাড়ীতে। এই বাড়ির একটি অংশ বর্তমানে গঙ্গার তলায়। জরাজীর্ণ এই বাড়িতে একসময় ছিল ‘হিন্দু থিয়েটারের’ রঙ্গমঞ্চ। দ্রুত সংস্কার হলে এই বাড়ি হয়ে উঠতে পারে মুর্শিদাবাদের আরও একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এই বাড়ির দুর্গাপুজো প্রায় ২০০ বছরের পুরনো। ১৮৫৫তে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরী মুর্শিদাবাদে এই বাড়ি তৈরি করেন। মুর্শিদাবাদের নিমতিতায় আজ থেকে প্রায় ২০০ বছর আগে শুরু হয় চৌধুরীদের জমিদারি। বাড়িতে ইতালিয়ান স্থাপত্যের ছাপ। প্রায় ১৫০টি ঘর ও ৫ টি উঠোন নিয়ে তৈরি এই রাজপ্রাসাদ। ব্রিটিশ আমলে তৈরি হয় এই জমিদার বাড়ি।
১৮৯৭ থেকে এই বাড়ি হয়ে ওঠে নাটকের আঁতুড়ঘর। শিশির কুমার ভাদুড়ী, সত্যজিৎ রায় সহ বহু নামজাদা মানুষের পা পড়ে এই বাড়িতে। জলসাঘরের পর ১৯৬০ এ সত্যজিতের ‘সমাপ্তি’ ছবির শুটিং হয় এখানে। অপর্ণা সেনকে নিয়ে নিউজিল্যান্ডের ফটোগ্রাফার ব্রায়ান ব্রেক একটি ফটোস্টোরি শুট করেন এই বাড়িতে। সেই ফোটোস্টোরি ‘মনসুন ইন ইন্ডিয়া’ আন্তর্জাতিক খ্যাতি কুড়োয়। বাড়িটির কোনায় কোনায় ইতিহাস যেন কথা বলে।