Asansol Panchayat repoll: ভোটকেন্দ্রে নেই বিরোধী প্রার্থী!

Asansol Panchayat repoll: ভোটকেন্দ্রে নেই বিরোধী প্রার্থী!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 10, 2023 | 2:35 PM

পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, ভিন রাজ্যের পুলিশরা থাকলেও দেখা নেই বিরোধী পোলিং এজেন্ট, বিরোধী প্রার্থীদের। জামুরিয়া চিচুরিয়া পঞ্চায়েতের ডাহুকা গ্রামের ১৭৭ নম্বর বুথের পুননির্বাচনে দেখা গেল এই দৃশ্য।

আসানসোল : পুনরনির্বাচন হচ্ছে। বুথের আশেপাশে রয়েছে প্রচুর পুলিশ। আছে কেন্দ্রীয় বাহিনী। আছে ভিন রাজ্যের পুলিশ। কিন্তু নেই বিরোধী পোলিং এজেন্ট, দেখা নেই বিরোধী প্রার্থীদের। জামুরিয়া চিচুরিয়া পঞ্চায়েতের ডাহুকা গ্রামের ১৭৭ নম্বর বুথের পুননির্বাচনে দেখা মিলল এই দৃশ্য। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু ভোটের লাইনে নাম মাত্র ভোটার। বেশির ভাগ ভোটারের দাবি আগের দিন তাঁরা ভোট দিতে আসেননি। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সিপিএম নেতৃত্বের দাবি পুলিশের সহযোগিতায় তৃণমূল ভোটের দিন বুথ লুঠ করেছিল। বুথ লুঠ প্রতিরোধ করতে গিয়ে গ্রেফতার হতে হয় সিপিএমের ৩ সমর্থককে। অবাধ ছাপ্পা আটকাতে না পেরে গ্রামের মহিলারা ব্যালট বক্স বুথ থেকে তুলে নিয়ে যায় ও বাক্সে জল ঢেলে দেয়। তাই এই বুথে চলছে পুর্ননির্বাচন। তৃণমূলের সন্ত্রাসের ভয়ে বিরোধী প্রার্থী ও পোলিং এজেন্ট বুথে যায়নি বলে দাবি সিপিএমের। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের উল্টো দাবি। তাঁদের দাবি সিপিএম বুথ লুঠ করেছিল। গ্রামের মহিলারা ব্যালট বাক্সে জল ঢেলে দেয়। এমনকি গতকাল রাতেও তৃণমূল নেতাদের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয় ও শুন্যে গুলি ছোঁড়া হয়। একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে এমনই দাবি করেন তৃণমূল নেতারা। কিন্তু সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে পুননির্বাচনে ভোট কেন্দ্রে নেই বিরোধী প্রার্থী ও পোলিং এজেন্ট। থমথমে রয়েছে পরিবেশ।