Viral Video: একটাও টার্গেট মিস নেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বন্দুকবাজের ভিডিয়ো

Viral Video: একটাও টার্গেট মিস নেই, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বন্দুকবাজের ভিডিয়ো

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 06, 2023 | 8:12 PM

একটাও টার্গেট মিস নেই। ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশের । বন্দুক নিয়ে বেলুনের দিকে লক্ষ্য স্থির রেখেছেন লোকটি । ভিডিয়োটির শেষে আরও অবাক করা ঘটনা

সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়ো। এক ব্যক্তি বোর্ডে লাগানো সব বেলুনই নিমেষে ফাটিয়ে দিচ্ছেন। ডানে-বামে, সামনে-পিছনে, উপরে-নীচের সমস্ত বেলুন চোখের পলকে ফাটাচ্ছেন ইনি । বিক্রেতা বোর্ডে লাগানোর আগেই বন্দুকের গুলিতে উধাও হয়ে যাচ্ছে বেলুন! । এটা কীভাবে সম্ভব! একটাও টার্গেট মিস নেই। ভিডিয়ো দেখে চোখ কপালে উঠেছে অধিকাংশের । বন্দুক নিয়ে বেলুনের দিকে লক্ষ্য স্থির রেখেছেন লোকটি । ভিডিয়োটির শেষে আরও অবাক করা ঘটনা । বোর্ডের পিছনে বেলুনগুলিকে হাওয়ায় ওড়ানো বেলুনও সেই ব্যক্তি বন্দুকের গুলি দিয়ে ফাটাচ্ছেন। ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে । কেউ বলেছেন ‘দোকানদার আর দ্বিতীয়বার তাকে ফাটাতে দেবে না’ । এক ব্যক্তি কমেন্ট করেছেন ‘ আমি ভিডিয়োটি দু’বার দেখলাম, এমনটা কী করে সম্ভব?’

Published on: Apr 06, 2023 08:12 PM