Coromandel Express: ৩.৮ কোটি দাম  করমন্ডলের দুর্ঘটনাগ্রস্ত কামরা

Coromandel Express: ৩.৮ কোটি দাম করমন্ডলের দুর্ঘটনাগ্রস্ত কামরা

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 05, 2023 | 5:08 PM

দুর্ঘটনাগ্রস্ত করমন্ডল এক্সপ্রেসের কামরার দাম সাড়ে ৩ কোটিরও বেশি! ২ জুন ২০২৩ বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় করমন্ডল এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও একটি মালগাড়ির মধ্যে মর্মান্তিক সংঘর্ষে প্রাণ হারান ২৯৬ জন যাত্রী। আহত হন বহু মানুষ।

দুর্ঘটনাগ্রস্ত করমন্ডল এক্সপ্রেসের কামরার দাম সাড়ে ৩ কোটিরও বেশি! ২ জুন ২০২৩ বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় করমন্ডল এক্সপ্রেস। করমন্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস ও একটি মালগাড়ির মধ্যে মর্মান্তিক সংঘর্ষে প্রাণ হারান ২৯৬ জন যাত্রী। আহত হন বহু মানুষ। দুমড়ে মুচড়ে যায় ৩টি ট্রেনের বহু কামরা। সেই করমন্ডল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ ২১ টি কামরা স্ক্র্যাপ ওয়াগন হিসেবে নিলামে উঠল।

দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই নিলামের আর্জি জানিয়ে আদালতে পিটিশন করেন। এই দুর্ঘটনা নিয়ে তদন্ত করছে সিবিআই। আদালত এ বিষয়ে সিবিআইকে জানতে চায় কামরা নিলাম হলে তাদের তদন্তে কোনও সমস্যা হবে কিনা।

সিবিআই জানায় এই দুর্ঘটনার তদন্তের চার্জশিট ইতিমধ্যেই দাখিল হয়েছে। সিবিআইয়ের সবুজ সংকেত পাবার পরই নিলামে ওঠে করমন্ডল এক্সপ্রেসের কামরাগুলি। জানা যায় নিলামে ৩.৮ কোটি টাকা দর ওঠে দুর্ঘটনাগ্রস্ত কামরা ও ইঞ্জিনের।