Benefits of SBI Savings Accounts: SBI এর ৫ অ্যাকাউন্টে কী কী সুবিধা?
নানা রকমের অ্যাকাউন্টের সুবিধা দেয় এসবিআই। দেখে নিন কোন কোন সেভিংস অ্যাকাউন্ট পরিষেবা দেয় স্টেট ব্যাঙ্ক। সমাজের নিম্ন আর্থিক বর্গের জন্য বেসিক সেভিংস অ্যাকাউন্ট। বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুলতে লাগে বৈধ কেওয়াইসি। অপেক্ষাকৃত উচ্চ আয়ের জন্য বেসিক স্মল সেভিংস অ্যাকাউন্ট।
নানা রকমের অ্যাকাউন্টের সুবিধা দেয় এসবিআই। দেখে নিন কোন কোন সেভিংস অ্যাকাউন্ট পরিষেবা দেয় স্টেট ব্যাঙ্ক। সমাজের নিম্ন আর্থিক বর্গের জন্য বেসিক সেভিংস অ্যাকাউন্ট। বেসিক সেভিংস অ্যাকাউন্ট খুলতে লাগে বৈধ কেওয়াইসি। অপেক্ষাকৃত উচ্চ আয়ের জন্য বেসিক স্মল সেভিংস অ্যাকাউন্ট। কেওয়াইসি ছাড়াই এই সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। এতে ন্যুনতম ৫০ হাজার টাকা ব্যাল্যান্স রাখতে হয়।
সাধারণ মানুষের জন্য রেগুলার সেভিংস অ্যাকাউন্ট। ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এমএমএস ব্যাঙ্কিংয়ের সুবিধা আছে এতে। ছাত্রদের জন্য সেভিংস অ্যাকাউন্ট ফর মাইনরস। সর্বাধিক ১০ লক্ষ টাকা জমানো যায়। লেনদেন সীমা দিনে ২,০০০ টাকা। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গেই যুক্ত থাকে সেভিংস প্লাস অ্যাকাউন্ট। ১ থেকে ৫ বছরের জন্য স্থায়ী আমানত কর্মা যায় এতে। ন্যুনতম ব্যালান্স ৩৫,০০০ টাকা।
Latest Videos