Shah Rukh Khan-Raj Kundra Controversy: বলিউডে বিক্রি হয় শাহরুখ ও যৌনতা
বলিউডে বিক্রি হয় দুটি জিনিস। শাহরুখ খান আর সেক্স। মন্তব্য রাজ কুন্দ্রার। তাঁর বায়োপিক UT 69 র মুক্তি ৩ নভেম্বর। সেই ছবির প্রচারে এসেই এই কথা বলেন রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রার বিতর্কিত এই মন্তব্যে নড়ে চড়ে বসেছে নেটিজেনদের একাংশ।
বলিউডে বিক্রি হয় দুটি জিনিস। শাহরুখ খান আর সেক্স। মন্তব্য রাজ কুন্দ্রার। তাঁর বায়োপিক UT 69 র মুক্তি ৩ নভেম্বর। সেই ছবির প্রচারে এসেই এই কথা বলেন রাজ কুন্দ্রা। রাজ কুন্দ্রার বিতর্কিত এই মন্তব্যে নড়ে চড়ে বসেছে নেটিজেনদের একাংশ। উক্তিটি অভিনেত্রী নেহা ধুপিয়ার।
মুম্বাইয়ের আর্থার রোড জেলে রাজ কাটান ৬৩ দিন। তারপর থেকে তিনি মাস্ক ব্যবহার করতেন। কাউকে তার মুখ দেখাবেন না বলে। জেলের সেই ৬৩ দিনের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি এই ছবি। এই ডার্ক কমেডিতে রয়েছে ট্রায়াল, কোর্ট ও কিছু অপ্রত্যাশিত বন্ধুত্ব গড়ে ওঠার কাহিনী।
তীব্র কটাক্ষে রাজ কুন্দ্রাকে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ বলেছেন আবার মাস্ক পরে নেওয়াই ভাল রাজ কুন্দ্রার। তাঁকে ব্রিটেনে ফিরে যাবার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। কেউ তাঁকে অর্থহীন কুরুচিকর ছবির নির্মাতা বলে ট্রোল করেছেন।
Latest Videos