Bhutan Speciality: ভুটান যাবার আগে জেনে নিন

Bhutan Speciality: ভুটান যাবার আগে জেনে নিন

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Nov 05, 2023 | 5:31 PM

এশিয়ার সুইজারল্যান্ড ভুটান। অনেকেই ভুটানে বেড়াতে যান। একসময় বিশ্বের সবচেয়ে সুখী দেশ ছিল ভুটান। এই দেশে বেড়াতে প্রতিদিন মাথাপিছু খরচ হয় ১২০০ টাকা। ভুটান সম্পর্কে কিছু বিশেষ বিষয় আছে। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পেনসুম।

এশিয়ার সুইজারল্যান্ড ভুটান। অনেকেই ভুটানে বেড়াতে যান। একসময় বিশ্বের সবচেয়ে সুখী দেশ ছিল ভুটান। এই দেশে বেড়াতে প্রতিদিন মাথাপিছু খরচ হয় ১২০০ টাকা। ভুটান সম্পর্কে কিছু বিশেষ বিষয় আছে। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পেনসুম। এই পর্বতের উচ্চতা ২৪,৮৩৬ ফুট। ভুটান সরকার ১৯৯৪ থেকে ১৮,০০০ ফুটের উপরে আরোহন নিষিদ্ধ করেছে।

সরকারি মতে পর্বতের ওই অংশ পবিত্র তাই মনুষ্যগম্য হওয়া উচিত নয়। এই দেশে আছে থ্রিডি পোস্টেজ স্টাম্প। এখানকার ডিজাইন করা পোস্টেজ বিশ্বের সবচেয়ে জটিল পোস্টেজ স্টাম্প। এই দেশে নেই কোন ট্রাফিক সিগন্যাল। দূষণের নিরিখেও এই দেশ অনেকটাই পরিষ্কার। ভুটানে দূষণের মাত্রা প্রায় নেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ভুটান। ভুটানের ৭০% অরণ্য ঘেরা। ভুটানে রয়েছে রাজতন্ত্র। ভুটানের আইন অনুসারে শহরাঞ্চলেও অন্তত ৬০% গাছ থাকতে হবে। এই দেশে ৫৫০টি প্রজাতির গাছ রয়েছে। ভুটানের ৩০০রও বেশি প্রজাতির ঔষধি গাছ আছে। স্তন্যপায়ী প্রাণীর ১৬৫ প্রজাতি রয়েছে ভুটানে। ভুটানে পাওয়া যায় বিখ্যাত তুষার চিতা ও রেড পান্ডা।