Zomato UPI: জোমাটোর পেমেন্ট এবার ইউপিআইয়ে

আর কেবল গুগল পে, ফোন পে বা পে টিএম নয় । এবার ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর পেমেন্ট করা যাবে ইউপিআইয়ে। আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই নিয়ে এসেছে এই সুবিধা । রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু করেছে জোমাটো । জোমাটো ইউপিআই পরিষেবার মাধ্যমে অন্যদের কাছে টাকাও পাঠানো যাবে । একে বলা হয় পিয়ার টু পিয়ার সিস্টেম

Zomato UPI: জোমাটোর পেমেন্ট এবার ইউপিআইয়ে
| Edited By: | Updated on: May 20, 2023 | 2:34 PM

অনলাইনে আমরা খাবারদাবার অর্ডার করি। জোমাটো তেমনই একটি জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। আর কেবল গুগল পে, ফোন পে বা পে টিএম নয় । এবার ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোর পেমেন্ট করা যাবে ইউপিআইয়ে। আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে ইউপিআই নিয়ে এসেছে এই সুবিধা । রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম চালু করেছে জোমাটো । জোমাটো ইউপিআই পরিষেবার মাধ্যমে অন্যদের কাছে টাকাও পাঠানো যাবে । একে বলা হয় পিয়ার টু পিয়ার সিস্টেম । কীভাবে অ্যাক্টিভেট করবেন এই পরিষেবা? জোমাটো অ্যাপ ইন্সটল করে প্রোফাইল সেকশনে যান । খুঁজুন ‘জোমাটো ইউপিআই’ । ক্লিক করুন ‘অ্যাক্টিভেট জোমাটো ইউপিআই’ । সেট করুন জোমাটো ইউপিআই আইডি । রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে ব্যাঙ্ক ও ইউপিআইয়ের সঙ্গে যুক্ত করুন জোমাটো অ্যাকাউন্ট । হয়ে যাবে জোমাটো এবং ইউপিআইয়ের সংযুক্তিকরন । তারপর সহজেই জোমাটোয় অর্ডার করা খাবারের বিল মেটান ইউপিআইয়ের সাহায্যে ।

Follow Us: