যে কোনও অ্যান্ড্রয়েড ডিভাইসের চার্জ দেওয়া একটা বড় বিষয়। একবার চার্জ দিলেই এই ট্যাবলেট ২ মাস চলে ব্ল্যাকভিউ অ্যাক্টিভ ৮ প্রো। ২২,০০০ mAh ব্যাটারি আছে এই ট্যাবলেটে। ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পাওয়া যায় ১৪৪০ ঘণ্টা বা ৬০ দিনের স্ট্যান্ডবাই টাইম। ট্যাবলেটটির রাগড ডিজাইন নজর কাড়ে। কী কী বিশেষত্ব এই ট্যাবলেটের? ২০০০x ১২০০ পিক্সেলের ১০.৩৬ ইঞ্চির ডিসপ্লে। মিডিয়া টেক হেলিও জি ৯৯ প্রসেসার। কোয়াড স্পিকার সিস্টেম। ৮ জিবি র্যাম ২৫৬জিবি ইন্টারন্যাল স্টোরেজ। ইন্টারন্যাল স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে ২টি হাইব্রিড ৪জি সিম লাগান যেতে পারে। ১৬.৪৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা। জল ও ধুলোতে নষ্ট হয় না এই ট্যাব। আইপি ৬৮ ও আইপি৬৯কে রেটিং প্রাপ্ত এই ট্যাব। দাম ১৯,৬৯১ টাকা। ১০ জুলাই ভারতে লঞ্চ হবে এই ট্যাব।