World’s scariest prison: এই জেলে ঢুকলে আর ফেরা যায় না
বিশ্বে এমন কিছু কারাগার রয়েছে যা নরকের থেকেও ভয়ঙ্কর। এখানে বন্দিরা কারাগারে থাকার পরিবর্তে মৃত্যুদণ্ডই বেছে নিতে চাইবে। অনেকেই মনে করেন এই কারাগারের থাকার থেকে মৃত্যুদণ্ড অনেক ভাল। সবথেকে পুরনো জেল রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগার।
বিশ্বে এমন কিছু কারাগার রয়েছে যা নরকের থেকেও ভয়ঙ্কর। এখানে বন্দিরা কারাগারে থাকার পরিবর্তে মৃত্যুদণ্ডই বেছে নিতে চাইবে। অনেকেই মনে করেন এই কারাগারের থাকার থেকে মৃত্যুদণ্ড অনেক ভাল। সবথেকে পুরনো জেল রাশিয়ার ব্ল্যাক ডলফিন কারাগার। ব্ল্যাক ডলফিন কারাগার রাশিয়ায় অবস্থিত। এই কারাগার ভয়ানক জেল বলে মনে করা হয়। এখানকার কয়েদিরা প্রায় ৫টি করে খুনের অভিযোগে অভিযুক্ত। প্রায় ৭০০ জন আসামি আছে এই জেলে। ২জন করে আসামিকে রাখা হয় এই সেলে। ১৬ ঘণ্টা করে জেগে থাকতে হয় কয়েদিদের। সারাক্ষণ তাদের দাঁড়িয়ে থাকতে হয়। পেটাক আইল্যান্ডের কারাগারে বন্দি আছে ১৯৩ জন । তাদের মধ্যে বেশিভাগ বন্দিই সিরিয়াল কিলার। ব্যাঙকঙ সেন্ট্রাল জেলের অত্যাচার নির্মম । কুখ্যাত অপরাধীদের এই জেলে রাখা হয়। লোহার বেড়ি দিয়ে পা পরানো হয় । খাবার খাওয়ার জন্য ধনী আসামিদের খাবার কিনতে হয়। সারা দিনে একবার খেতে দেওয়া হয়।সারাবছরই বন্দিরা অসুস্থ থাকে এখানে।