Paid Leave: একটানা ৯ দিন অফিস ছুটি!
আপনাকে যদি অফিস থেকে ৯ দিনের ছুটি দিলে কেমন লাগবে বলুন তো? সেই ৯ দিনের জন্য বেতনও পাবেন। আমেরিকার হ্যাকারর্যাঙ্ক কোম্পানি এমন কাজ করেছে। এই সংস্থাটি আছে ক্যালিফোর্নিয়ায়। কর্মীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপনাকে যদি অফিস থেকে ৯ দিনের ছুটি দিলে কেমন লাগবে বলুন তো? সেই ৯ দিনের জন্য বেতনও পাবেন। আমেরিকার হ্যাকারর্যাঙ্ক কোম্পানি এমন কাজ করেছে। এই সংস্থাটি আছে ক্যালিফোর্নিয়ায়। কর্মীদের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের বিশ্রামের দিকে নজর দিয়েছে অনেক মার্কিন কোম্পানিও। কর্মীরা এই সুযোগ পাবেন জুলাই মাসের প্রথম সপ্তাহে। লিঙ্কড-ইন পোস্টে জানানো হয়, ১-৯ জুলাই পর্যন্ত হ্যাকারর্যাঙ্কয়ের সব কর্মীর বিশ্রামের কথা। ৯ জুলাইয়ের পর কর্মীরা আবার কাজে যোগ দেবেন। আরও একটি কোম্পানি কর্মীদের জন্য এমন কাজ করেছিল। সেই কোম্পানির নাম মেশো। গত বছরে সেপ্টেম্বর মাসে ১১ দিনের জন্য কর্মীদের বিশ্রাম দিয়েছিল।