গরু পাচার থেকে অনুপ্রবেশ, বলরামপুরে তৃণমূলকে তুলোধোনা যোগীর
বাংলায় অরাজকতা চলবে না বলে গলা চড়ান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
বাংলার মাটি পরিবর্তনের মাটি। এ মাটি রামকৃষ্ণ, রবীন্দ্রনাথের মাটি। ২ মে’র পর এখানকার রাজনৈতিক পটেও পরিবর্তন আসবে। পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে এমনই বার্তা দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মঙ্গলবার নির্বাচনী প্রচারে রাজ্যে এসেছেন যোগী। ব্যাক টু ব্যাক জনসভা করবেন তিনি। যার প্রথমটাই ছিল বলরামপুরে।
এদিনের সভা থেকে জয় শ্রীরাম স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে যোগী বলেন, “মমতাদিদি জয় শ্রীরাম স্লোগানে রেগে যান। সবাইকে ভগবানের শরণে যেতেই হবে। এটাই নিয়ম। উনিও ব্যতীক্রমী নন। সে কারণেই তো ভোটের সময় উনি মন্দিরে, মন্দিরে যাচ্ছেন। চণ্ডীপাঠ করছেন।” এরপরই যোগীর কটাক্ষ, যত যাই হোক, ২ মে’র পর তৃণমূল সরকারকে বিদায় নিতেই হবে।
Published on: Mar 16, 2021 10:25 PM
Latest Videos