Panchayat Election in Howrah: বাদ যাচ্ছেন না প্রার্থীর বাবাও!

Panchayat Election in Howrah: বাদ যাচ্ছেন না প্রার্থীর বাবাও!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 06, 2023 | 12:16 AM

ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাবার বাড়িতে হামলা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলায় মাথা ফাটল মহিলার। রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার দাবি এটা হামলা নয়, গ্রামবাসীদের ঘেরাও।

ডোমজুড়ে নির্দল প্রার্থীর বাবার বাড়িতে হামলা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলায় মাথা ফাটল মহিলার। রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে পুলিশ। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার দাবি এটা হামলা নয়, গ্রামবাসীদের ঘেরাও। ঘটনাটি ডোমজুড়ে বেগড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায়। বেগড়ী গ্রাম পঞ্চায়েতের ২৯৬ নম্বর বুথে নির্দল প্রার্থী প্রিয়া মল্লিক। অভিযোগ, তার বাবার বাড়িতে গতকাল রাতে প্রায় শতাধিক লোকজন গিয়ে হামলা চালায়। বাড়ি লক্ষকরে ইট বৃষ্টি করে। আতঙ্কিত পরিবার নিজেদের রক্ষা করতে বাড়ির মুল দরজা বন্ধ করতে গেলে ইটের আঘাতে রক্তাক্ত হন এক মহিলা। তাদের অভিযোগ, এই হামলা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এলাকার তৃণমূল নেতা শেখ হাফিজুল পাল্টা অভিযোগ করে বলেন, শান্ত এলাকায় নির্দল প্রার্থীর বাবা বহিরাগতদের নিয়ে গ্রামে দৌরাত্ব শুরু করেছে। হেলমেটে মুখ ঢেকে মোটর বাইকে তারা ঘুরে বেড়াচ্ছে। তার দাবি, গ্রামের লোক একত্রিত হয়ে প্রার্থীর বাবার বাড়ি ঘেরাও করতে যায়। তবে যারা যায় তারা কেবল নির্দিষ্ট ভাবে তৃণমূলের লোকজন নয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ এবং রক্তাক্ত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর পুলিশ তাকে বাড়িতে পৌঁছে দেয়।