পোস্টারটা ভাল করে দেখুন। ইনি আলম তরফদার। হেয়ার স্টাইল দেখলে মিঠুন চক্রবর্তী বা সঞ্জয় দত্তের কথা মনে পড়তে বাধ্য। আর প্রার্থীর হাতের ভঙ্গি লক্ষ্য করেছেন? বন্দুক চালানোর ভঙ্গি। বিরোধীদের অভিযোগ সত্যিই তিনি বন্দুক নিয়েই ঘোরেন।
উত্তম বেরা, স্থানীয় বাম নেতা অভিযোগ করছেন যে এর আগে রাজিব ব্যানার্জির হয়ে অস্ত্র নিয়ে হামলা চালাতেন একজন। তার জায়গায় এখন এই আলম তরফদার।সামসুল আলম তরফদার , তৃণমূল প্রার্থী সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তিনি জানাচ্ছেন তিনি বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের খুব বড় ফ্যান। তাই তিনি সড়ক সিনেমার আদলে চুলের স্টাইল করেছেন। তার দলের বিধায়ক কল্যাণ ঘোষ তাকে চুল কেটে প্রচারে যাওয়ার জন্য বলেন। তাই কিছুটা ছোট করেছেন বটে কিন্তু পুরোটা ছাড়তে পারেননি। আর বন্দুক চালানোর ভঙ্গি প্রসঙ্গে তিনি বলেন এই ছবি কোনও পিকনিকে তোলা।
panchayat elections news, check
পোস্টারটা ভাল করে দেখুন। ইনি আলম তরফদার। হেয়ার স্টাইল দেখলে মিঠুন চক্রবর্তী বা সঞ্জয় দত্তের কথা মনে পড়তে বাধ্য। আর প্রার্থীর হাতের ভঙ্গি লক্ষ্য করেছেন? বন্দুক চালানোর ভঙ্গি। বিরোধীদের অভিযোগ সত্যিই তিনি বন্দুক নিয়েই ঘোরেন।
উত্তম বেরা, স্থানীয় বাম নেতা অভিযোগ করছেন যে এর আগে রাজিব ব্যানার্জির হয়ে অস্ত্র নিয়ে হামলা চালাতেন একজন। তার জায়গায় এখন এই আলম তরফদার।সামসুল আলম তরফদার , তৃণমূল প্রার্থী সব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তিনি জানাচ্ছেন তিনি বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের খুব বড় ফ্যান। তাই তিনি সড়ক সিনেমার আদলে চুলের স্টাইল করেছেন। তার দলের বিধায়ক কল্যাণ ঘোষ তাকে চুল কেটে প্রচারে যাওয়ার জন্য বলেন। তাই কিছুটা ছোট করেছেন বটে কিন্তু পুরোটা ছাড়তে পারেননি। আর বন্দুক চালানোর ভঙ্গি প্রসঙ্গে তিনি বলেন এই ছবি কোনও পিকনিকে তোলা।
panchayat elections news, check