Viral Video: পরোটার পুরে ৫০০ টাকার নোট, সেঁকার পর ২,০০০ টাকা!
পরোটাই পুরোদস্তুর প্রস্তুত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার উপরের এবং নিচের স্তরগুলি আলাদা হয়ে যায়। তারপর আর এক অলৌকিক ঘটনা দেখা যায়। সেঁকা পরোটাটিকে যখন মহিলা খুলতে গেলেন,তখন তা থেকে একটা ২,০০০ টাকার নোট বেরিয়ে এল। ইনস্টাগ্রামে janu9793 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োতে দেখা গেল,মহিলার পরোটা তৈরি করছে। পুর হিসেবে তার ভিতরে একটা ৫০০ টাকার নোট ভরে দিলেন। তারপর সেটিকে তাওয়ায় দিলেন। সামান্য ঘি দিয়ে তার এপিঠ-ওপিঠ আরও ভাল করে সেঁকে নিলেন। সেই পরোটাই পুরোদস্তুর প্রস্তুত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার উপরের এবং নিচের স্তরগুলি আলাদা হয়ে যায়। তারপর আর এক অলৌকিক ঘটনা দেখা যায়। সেঁকা পরোটাটিকে যখন মহিলা খুলতে গেলেন,তখন তা থেকে একটা ২,০০০ টাকার নোট বেরিয়ে এল। ইনস্টাগ্রামে janu9793 নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখেছেন। প্রায় ৬৬ লাখেরও কাছাকাছি মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। প্রচুর মানুষ এই ভিডিয়ো দেখার পর দাবি করেছেন,এটি এডিট করা হয়েছে। তাঁদের দাবি, প্রথমে ৫০০ টাকার নোট ভরে পরোটা সেঁকা হয়। পরোটা তৈরি হয়ে যাওয়ার পর ওই নোটটা বের করে একটা ২০০০ টাকার নোট ভরে দেওয়া হয়েছে।