Partha-Arpita News: কাকভোরে কলকাতায় পার্থ, আজই মুখোমুখি অর্পিতার?

Partha-Arpita News: কাকভোরে কলকাতায় পার্থ, আজই মুখোমুখি অর্পিতার?

TV9 Bangla Digital

| Edited By: সৌরভ পাল

Updated on: Jul 26, 2022 | 7:41 PM

আজ থেকে আগামী দশদিন তাদের দু'জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব উত্তর খুঁজবে ইডি। আর সে জন্যই তৈরী হয়েছে প্রশ্নমালা।

কলকাতা: মঙ্গলবার সকালে ভুবনেশ্বরের এইমস থেকে পার্থ চট্টেপাধ্যায়কে ফিরিয়ে নিয়ে আসা হয় কলকাতায়। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হুইল চেয়ারে বসেই গাড়ি পর্যন্ত যান পার্থ। এই সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। আগামী দশদিন বিশেষ ইডি আদালতের নির্দেশে তাঁকে থাকতে হবে ইডি হেফাজতে। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গিয়েছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। এদিন তাঁকে প্রশ্ন করা হবে এই বিপুল সম্পত্তির উৎসের বিষয়ে। পার্থ চট্টোপাধ্যায়ের অর্পিতাকেও হেফাজতে নিয়ে জেরা করবে ইডি।

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গেছে বিপুল পরিমানে টাকা, নথি ও সম্পত্তি। রবিবার গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। এরপর তাঁর শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। মঙ্গলবার তাঁকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, আজ থেকে আগামী দশদিন তাদের দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সব উত্তর খুঁজবে ইডি। আর সে জন্যই তৈরী হয়েছে প্রশ্নমালা। মনে করা হচ্ছে, মুখোমুখি বসিয়ে প্রশ্ন করলে উঠে আসতে পারে নানা চাঞ্চল্যকর তথ্য।

প্রাক্তন শিক্ষামন্ত্রীর আমলে শিক্ষক নিয়োগে মন্ত্রীর ভূমিকা কী ছিল, কার নির্দেশে উপদেষ্টা কমিটি তৈরি হয়, কমিটি কোনও সুপারিশের তালিকা দিয়েছিল কিনা, নিয়োগের জন্য চাপ দেওয়া হয়েছিল কিনা, মন্ত্রী-বিধায়কদের থেকে চাকরিপ্রার্থীর নামের তালিকা পাঠানো হত কিনা, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার সঙ্গে তাঁর কোনও যোগ আছে কিনা ইত্যাদি প্রশ্ন করা হতে পারে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে। পার্থ চট্টোপাধ্যায় তৃণমূলে এবং সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ইডির অ্যারেস্ট মেমোতেও পাওয়া গিয়েছে তৃণমূল সুপ্রিমোর নম্বর। তবে মমতা জানিয়েছেন, আদালতে পার্থর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে দল তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে।