Partha Chatterjee News: আবদার মেটাল জেল কর্তৃপক্ষ, জেলে বসেই চপ-বেগুনি খেলেন পার্থ

Aug 08, 2022 | 11:28 PM

Partha Chatterjee: দুপুরে ভাত, ডাল, সবজি খেয়ে ঘুমিয়ে পড়েন পার্থ। বিকালে উঠেই খিদে পাওয়াতে তেলেভাজা খেতে চান প্রাক্তন মন্ত্রী।

Follow Us

কলকাতা: দুগ্ধফেনিল শয্যা মেলেনি, পাননি প্রথম শ্রেণির বন্দির মর্যাদাও। যদিও অবশেষে পার্থর আবদার রাখল জেল কর্তৃপক্ষ। এবার চপ খাওয়ার আবদার করে বসলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে রাজি হয়নি জেল কর্তৃপক্ষ। যদিও প্রাক্তন মন্ত্রীর ছোট্ট আবদার অবশেষে ফেলতে পারেনি জেলার। আলুর চপ, বেগুনি দেওয়া হল পার্থর প্লেটে।

জেল সূত্রে খবর, দুপুরে ভাত, ডাল, সবজি খেয়ে ঘুমিয়ে পড়েন পার্থ। বিকালে উঠেই খিদে পাওয়াতে তেলেভাজা খেতে চান প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর, পছন্দসই খাওয়াদাওয়ার চাহিদার পাশাপাশি নাকি লেগেই রয়েছে নানাবিধ আবদার। জেলে রামকৃষ্ণ কথামৃত ও মহাশ্বেতা দেবীর বই পড়তে চেয়েছেন পার্থ, খবর এমনই।

ক্যান্টিন থেকে বিশেষভাবে খাবার কিনে খেতে পারে বন্দিরা। ফলে ক্যান্টিন থেকে অন্যান্যদের মতো চপ কিনতেই পারেন পার্থ। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে চিন্তিত জেল কর্তৃপক্ষ। হাঁটু বা কোমরে ব্যথা কেন? তা খতিয়ে দেখতে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি লিখেছে জেল কর্তৃপক্ষ।

কলকাতা: দুগ্ধফেনিল শয্যা মেলেনি, পাননি প্রথম শ্রেণির বন্দির মর্যাদাও। যদিও অবশেষে পার্থর আবদার রাখল জেল কর্তৃপক্ষ। এবার চপ খাওয়ার আবদার করে বসলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে রাজি হয়নি জেল কর্তৃপক্ষ। যদিও প্রাক্তন মন্ত্রীর ছোট্ট আবদার অবশেষে ফেলতে পারেনি জেলার। আলুর চপ, বেগুনি দেওয়া হল পার্থর প্লেটে।

জেল সূত্রে খবর, দুপুরে ভাত, ডাল, সবজি খেয়ে ঘুমিয়ে পড়েন পার্থ। বিকালে উঠেই খিদে পাওয়াতে তেলেভাজা খেতে চান প্রাক্তন মন্ত্রী। সূত্রের খবর, পছন্দসই খাওয়াদাওয়ার চাহিদার পাশাপাশি নাকি লেগেই রয়েছে নানাবিধ আবদার। জেলে রামকৃষ্ণ কথামৃত ও মহাশ্বেতা দেবীর বই পড়তে চেয়েছেন পার্থ, খবর এমনই।

ক্যান্টিন থেকে বিশেষভাবে খাবার কিনে খেতে পারে বন্দিরা। ফলে ক্যান্টিন থেকে অন্যান্যদের মতো চপ কিনতেই পারেন পার্থ। যদিও প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে চিন্তিত জেল কর্তৃপক্ষ। হাঁটু বা কোমরে ব্যথা কেন? তা খতিয়ে দেখতে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের জন্য স্বাস্থ্য দফতরকে চিঠি লিখেছে জেল কর্তৃপক্ষ।

Next Video