Partha On Mamata: মমতার মন্তব্যের জবাব দিলেন পার্থ!

Partha On Mamata: মমতার মন্তব্যের জবাব দিলেন পার্থ!

TV9 Bangla Digital

| Edited By: সৌরভ পাল

Updated on: Jul 26, 2022 | 3:58 PM

"মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।" কয়েক সেকেন্ড সময় নিয়ে তিনি উত্তর দেন, "ঠিক বলেছেন"।

কলকাতা: ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। যাওয়ার সময় এয়ার অ্যাম্বুলেন্সে গেলেও তাঁকে ফেরানো হল যাত্রীবাহী বিমানেই। যদিও দমদমে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর হুইল চেয়ারে বসেই গাড়ি পর্যন্ত নিয়ে আসা হয় তাঁকে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তার জবাবও দেন পার্থবাবু। তাঁকে সাংবাদিকের প্রশ্ন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।” কয়েক সেকেন্ড সময় নিয়ে তিনি উত্তর দেন, “ঠিক বলেছেন”।

সোমবার সকালে কলকাতা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবনেশ্বর এইমসে যান পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তাঁর চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়ে দেন, পার্থবাবুর অবস্থা গুরুতর নয়। তিনি ‘সুস্থ’। এর পরই আর কোনওরকম হসপিটাইজেশনে না গিয়ে কলকাতায় ফিরিয়ে আনা হয় তাঁকে। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে অস্থায়ী লক আপেই আপাতত রাখা হয়েছে রাজ্যের মন্ত্রীকে। ইডি সূত্রের খবর আজই তাঁকে একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হবে। জানা যাচ্ছে, মঙ্গলবার পার্থ-অর্পিতাকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তার জন্য নাকি একটি প্রশ্নমালাও তৈরি করে ফেলেছেন তদন্তকারীরা।

এক নজরে দেখে নিন সেই সম্ভাব্য প্রশ্নমালা:

* আপনার আমলে কতজন শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে আপনার ভূমিকা কী ছিল?
* কার নির্দেশে উপদেষ্টা কমিটি তৈরি হয়? কমিটি কোনও সুপারিশের তালিকা দিয়েছিল? নিয়োগের জন্য চাপ দেওয়া হয়েছিল?
* শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগে কোনও দুর্নীতির আঁচ পেয়েছিলেন? আপনি কি কিছুই জানতেন না?
* মন্ত্রী, বিধায়কদের থেকে কি চাকরিপ্রার্থীর নামের তালিকা পাঠানো হত?
* আপনার ও আপনার পরিবারের নামে ক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট? বিদেশে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে?
* আপনার নামে ক’টি বাড়ি, ফ্ল্যাট, জমি আছে? কোথায় কোথায় আছে হিসাব দিতে পারবেন?
* শেষ বিধানসভা নির্বাচনে জমি বাড়ির যে সম্পত্তির হিসাব দিয়েছিলেন তার সঙ্গে বর্তমানের মিল নেই কেন?
* অর্পিতাকে আপনি কীভাবে চেনেন? কতদিন ধরে চেনেন?
* শিক্ষামন্ত্রী তো আপনি ছিলেন, অর্পিতার বাড়িতে শিক্ষা দফতরের টাকা ভর্তি খাম, সরকারি ডায়েরি কীভাবে পৌঁছল?
* অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল টাকার সঙ্গে আপনার কোনও যোগ আছে?
* আপনার বাড়িতে অর্পিতার কোম্পানির কাগজ, সম্পত্তির কাগজ কেন ছিল?
* আপনার সঙ্গে অর্পিতার যৌথ সম্পত্তি কেন? অর্পিতার কোনও ব্যবসায় বিনিয়োগ করেছিলেন?
* আপনি কি অর্পিতার বাড়িতে নিয়মিত যেতেন?