কেউ বাঁচাতে চাইছেন ইজ্জত, কেউ বা প্রাণ! ভারতই এখন ভরসা ওপারের সংখ্যালঘুদের?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Dec 16, 2024 | 9:37 PM

ওপারে লাগামছাড়া সন্ত্রাস। দুই মাসে খুন ৩১ জন। এবার যুদ্ধের হুঁশিয়ারি মৌলবাদীদের। এ পার বাংলা দখলের খোয়াব মৌলবাদীদের! বাংলাদেশের এখন ভারতের প্রতি প্রবল রাগ। কারণটা স্পষ্ট নয়! তবে বিদ্বেষের বীজ যে বাংলাদেশের গভীরে তার প্রমান প্রক্সি ওয়ার। এতদিন যাকে বন্ধু দেশ বলে ভাবা হতো, সেই দেশই আজ বন্ধুত্বের প্রতিদানে ফিরিয়ে দিচ্ছে হিংসা।

ওপারে লাগামছাড়া সন্ত্রাস। দুই মাসে খুন ৩১ জন। এবার যুদ্ধের হুঁশিয়ারি মৌলবাদীদের। এ পার বাংলা দখলের খোয়াব মৌলবাদীদের! বাংলাদেশের এখন ভারতের প্রতি প্রবল রাগ। কারণটা স্পষ্ট নয়! তবে বিদ্বেষের বীজ যে বাংলাদেশের গভীরে তার প্রমান প্রক্সি ওয়ার। এতদিন যাকে বন্ধু দেশ বলে ভাবা হতো, সেই দেশই আজ বন্ধুত্বের প্রতিদানে ফিরিয়ে দিচ্ছে হিংসা। সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছিলই। তুঙ্গে উঠছিল ভারতবিদ্বেষ। এবার সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি। একবার নয় বারবার। সে দেশের জাতীয় সংগীত যার লেখা, তাঁর শহরই নাকি দখল করবে বাংলাদেশ। কলকাতা দখল। এই কথাটা শুনলে অনেকটা হাল্লা রাজার কথা মনে পড়ে। মনে পড়ে সেই হাল্লা চলেছে যুদ্ধে গানটা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের সার্বভৌমত্বের কথা বললে কেন হতাশ হচ্ছেন বাংলাদেশের মানুষ? এখনও জামিন পাননি চিন্ময় কৃষ্ণ দাস। আইনের ফাঁদে আর চরমপন্থার হুঁশিয়ারিতে বিচার ব্যবস্থা শিকেয় উঠেছে বাংলাদেশে। ৭১-এ শিকড় সমেত উপরে গিয়েছিলেন কোটি কোটি বাঙালি। কাঁটাতার পেরিয়ে নতুন করে খুঁজতে হয়েছিল মাটি -হাওয়া-রোদ। সাক্ষী ছিল কলকাতা, আসাম, ত্রিপুরা।

পাঁচ দশক পরে এসেও পাল্টাল না কিছুই। আবারও ভয় অনুপ্রবেশের। কারওর প্রাণ, কারওর ইজ্জত। চরমপন্থীদের থেকে মেয়েকে বাঁচাতে মরিয়া বাবার অসহায়তার ছবি পাল্টাল না আজও। শুধু যশোর রোড নয়, দুই বাংলার সব সীমান্তেই আজ চাপা উৎকণ্ঠা।