Bomb Recovery in Farakka: উদ্ধার ৩০টি তাজা বোমা!

Bomb Recovery in Farakka: উদ্ধার ৩০টি তাজা বোমা!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 24, 2023 | 6:57 PM

৩০ টি তাজা বোমা, বোমা তৈরীর মশলা ও সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলের শিবতলা গ্রামে। বোমা তৈরীর মশলা ও সরঞ্জাম উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও ফরাক্কা থানার পুলিশ। ।

৩০ টি তাজা বোমা, বোমা তৈরীর মশলা ও সরঞ্জাম উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলের শিবতলা গ্রামে। পুলিশ সুত্রে জানাযায়, রবিবার গভীর রাতে একটি নির্মীয়মান বাড়ির ভেতর থেকে একটি বালতিতে প্রায় ২৫ টি বোম, পাশের জঙ্গল একটি ব্যাগে প্রায় ৫ টি বোম ও একটি পরিত্যক্ত ছোট বাড়ি থেকে বোমা তৈরীর মশলা ও সরঞ্জাম উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ও ফরাক্কা থানার পুলিশ। । ঘটনাস্থল ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর ও ফরাক্কা থানার পুলিশ। বোম গুলি নিস্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড টিমকে খবর দেয় ফরাক্কা থানার পুলিশ। কি কারনে বোমা গুলি এখানে রাখা হয়েছে ও বোম বাঁধা হয় তার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ।