leopard Terror: ঘুম নেই...

leopard Terror: ঘুম নেই…

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jul 24, 2023 | 7:28 PM

সন্ধ্যার পরেই চা বাগান থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে চিতাবাঘ। নিয়ে যাচ্ছে ছাগল, কুকুর। আতঙ্কে বাসিন্দারা সন্ধের পরে বাড়ির বাইরে বের হচ্ছে না।আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

সন্ধ্যার পরেই চা বাগান থেকে শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে চিতাবাঘ। নিয়ে যাচ্ছে ছাগল, কুকুর। আতঙ্কে বাসিন্দারা সন্ধের পরে বাড়ির বাইরে বের হচ্ছে না।আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

বাগানের রাত্রি পাহারা দারেরাও আতঙ্কে বাগান পাহাড়া দিচ্ছে। বাগান কর্তৃপক্ষের তরফে চিতাবাঘ ধরতে বনদপ্তরের কাছে খাঁচা বসানোর আবেদন জানানো হয়। অবশেষে আজ সেই খাঁচা বাগানে বসানো হলো।

ঘটনাটি মেটেলি ব্লকের বাতাবাড়ি চা বাগানের। আজ বাগানের ফাইভ বি সেকশনে ওই খাঁচা বসানো হয়।

বাগানের ওয়েলফেয়ার অফিসার কৌস্তুভ মজুমদার বলেন, বাগানের শ্রমিক মহল্লা থেকে শুরু করে ম্যানেজারের বাংলোর ভিতরে ঢুকে যাচ্ছিল চিতাবাঘ । কুকুর ,ছাগল সাবার করছিল। বিষয়টি বাগান কর্তৃপক্ষের তরফে বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে জানানো হয়। আজ খুনিয়া স্কোয়াডের তরফে লেপার্ড ধরতে খাঁচা বসানো হয়। বাগানের তরফেই রাত্রে খাঁচায় ছাগল দেওয়া হবে। আশা করছি দ্রুত খাচায় লেপার্ড খাঁচা বন্দি হবে।