Chanditala News: নিষিদ্ধ ১৫০০ কেজি আতসবাজি উদ্ধার!

Chanditala News: নিষিদ্ধ ১৫০০ কেজি আতসবাজি উদ্ধার!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 03, 2023 | 9:09 PM

অবৈধ বাজি কারখানায় হানা দিয়ে নিষিদ্ধ ১৫০০ কেজি আতশ বাজি ও ২৫ কেজি নিষিদ্ধ বাজী তৈরির মশলা সহ দুই ব্যক্তি কে গ্রেপ্তার করলো চন্ডিতলা থানার পুলিশ।

অবৈধ বাজি কারখানায় হানা দিয়ে নিষিদ্ধ ১৫০০ কেজি আতশ বাজি ও ২৫ কেজি নিষিদ্ধ বাজী তৈরির মশলা সহ দুই ব্যক্তি কে গ্রেপ্তার করলো চন্ডিতলা থানার পুলিশ।

গত কাল রাতে চন্ডিতলায় বেগমপুরের খরসরাই ও মানসাতলা এলাকায় হানা দেয় পুলিশ। অবৈধ ভাবে নিষিদ্ধ মশলা দিয়ে তৈরি হচ্ছে আতশ বাজি এরকমই খবর পেয়ে অভিযান চালায় চন্ডিতলা থানার পুলিশ।১৫০০ কেজি নিষিদ্ধ আতশ বাজি ও ২৫ কেজি নিষিদ্ধ বাজি তৈরির মশাল সহ দুই ব্যক্তি কে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতরা হলো মহাদেব দেবনাথ এবং প্রবীর কুমার নাথ।দুজনকে আজ শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ।

পুলিশ জানিয়েছে ধৃত ওই দুই ব্যক্তি বাজি তৈরির বৈধ অনুমতি না থাকা সত্বেও নিষিদ্ধ আতশ বাজির মশলা ও বেশ কিছু নিষিদ্ধ শব্দ বাজি মজুত করে রেখেছিলেন।নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করা হয়।