Prosthetic Human Foot Prints: আদি পুরুষের পায়ের ছাপের রহস্য!
জার্মান গবেষকরা বড় পায়ের ছাপ খুঁজে পেয়েছেন । এই পায়ের ছাপ প্রাগৈতিহাসিক যুগের মানুষের । সেই যুগে হাতি সহ বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ পাওয়া গিয়েছে । গবেষকদের মতে, নিয়ান্ডারথালরা ছিলেন মানুষের আদিপুরুষ। তাঁরা হোমো হাইডেলবার্গেনসিস গোষ্ঠীর।
জার্মান গবেষকরা বড় পায়ের ছাপ খুঁজে পেয়েছেন । এই পায়ের ছাপ প্রাগৈতিহাসিক যুগের মানুষের । সেই যুগে হাতি সহ বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ পাওয়া গিয়েছে । গবেষকদের মতে, নিয়ান্ডারথালরা ছিলেন মানুষের আদিপুরুষ। তাঁরা হোমো হাইডেলবার্গেনসিস গোষ্ঠীর। জার্মানির লোয়ার স্যাক্সনিতে তাঁদের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। শোনিনজেন এলাকায় পায়ের ছাপ পাওয়া গিয়েছে প্রাগৈতিহাসিক হাতি সহ বিভিন্ন প্রাণীর। হাতির পায়ের ছাপটি ৫৫ সেন্টিমিটার লম্বা। গবেষকদের মতে সেই সময়টা ছিল প্লেইস্টোসিন যুগের। নৃতত্ত্ববিদদের মতে, এই যুগটি ২৫ লাখ থেকে প্রায় ১১ হাজার ৭০০ বছর আগের। জুরাসিক যুগের অনেক পরে এই যুগের আবির্ভাব হয়। গবেষকরা পায়ের ছাপ পরীক্ষা করবেন । জানার চেষ্টা করছেন সেই সময় পরিবেশ ও জলবায়ু কেমন ছিল। গবেষকদের মতে, যাঁদের পায়ের ছাপ পাওয়া গিয়েছে তাঁরা সবাই তরুণ। মানুষের আদিপুরুষ হোমো হাইডেলবার্গেনসিসরা থাকতেন হ্রদ এলাকায়। বিবর্তনের পরে নিয়ান্ডারথালদের সৃষ্টি হয়েছে। প্রাগৈতিহাসিক মানুষরা খেতেন ফল ও মাশরুম।