Bankura: রাস্তায় ধান গাছ! ঘুরছে মাছ!
গ্রামের রাস্তার অবস্থা বেহাল। রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য। রাস্তা ভরে রয়েছে জল কাদায়। রাস্তা কতটা বেহাল তা প্রমান দিতে গ্রামের মানুষ নিজেদের ব্যবহার করা রাস্তায় ধান রোপণ করে ও চারা মাছ ছেড়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করলেন।
গ্রামের রাস্তার অবস্থা বেহাল। রাস্তা একেবারেই চলাচলের অযোগ্য। রাস্তা ভরে রয়েছে জল কাদায়। রাস্তা কতটা বেহাল তা প্রমান দিতে গ্রামের মানুষ নিজেদের ব্যবহার করা রাস্তায় ধান রোপণ করে ও চারা মাছ ছেড়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করলেন। ঘটনা বাঁকুড়ার ওন্দা ব্লকের ওন্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের ডালিমহড়া গ্রামের । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাঁকুড়ার ওন্দা ব্লকের ডালিমহড়া গ্রামের মানুষের ব্যবহার করা একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে । রাস্তা শুধু খানাখন্দে ভরে রয়েছে তাই নয় তাতে জল জমে তৈরী হয়েছে ছোট বড় জলাশয়। বাকি অংশে জমে রয়েছে হাঁটু সমান কাদা। সেই জল কাদা খাল পেরিয়েই গ্রামের মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন যাতায়াত করতে বাধ্য হন । বেহাল রাস্তা ডিঙিয়ে যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়াদেরও । তবে শুধু ডালিমহড়া গ্রামের মানুষই এই রাস্তা ব্যাবহার করেন তাই নয় প্রায় দেড় কিমি এই রাস্তা ব্যবহার করেন রানীখামার ও নবজীবনপুর গ্রামের মানুষও । অল্পবৃষ্টি হলেই গ্রামের এই রাস্তা হয়ে উঠে ব্যবহারের অযোগ্য। গ্রামের মানুষের অভিযোগ এই রাস্তা মেরামতির জন্য বারবার প্রশাসনের নজরে এনেও লাভ কিছু হয়নি। গ্রামের রাস্তায় এককোদাল মাটি বা মোরাম ফেলারও প্রয়োজন মনে করেনি প্রশাসন বা স্থানীয় গ্রাম পঞ্চায়েত। ভোট আসে ভোট যায় শুধু প্রতি ভোটের মুখে রাজনৈতিক দলের নেতাদের মুখে গ্রামের মানুষ শোনেন রাস্তা মেরামতির প্রতিশ্রুতি। ভোট পেরোলেই সবাই সব ভূলে যায়। এবার তাই গ্রামের মানুষ রাস্তা তৈরির দাবি জানাতে রাস্তায় ধান লাগিয়ে ও মাছ ছেড়ে প্রতিবাদে সামিল হলেন। এখন দেখার গ্রামের মানুষের এই দুর্ভোগ থেকে কখন মুক্তি দেয় প্রশাসন সেদিকেই তাকিয়ে ডালিমহড়া গ্রামের বাসিন্দারা। ডালিমহড়া গ্রামের একমাত্র রাস্তার এমন বেহাল দশা কে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জাও ।