FIFA World Cup 2022: “সমকামিতা মানসিক বিকার”, বিতর্কিত মন্তব্যে তোলপাড় বিশ্বকাপ
কাতারে সমকামিতা অবৈধ। মুহান্নাদির মতে "কাতারে এলে, এদেশের নিয়ম মানতেই হবে।"
“সমকামিতা একপ্রকার মানসিক বিকার।” কাতারের প্রাক্তন ফুটবলার তথা কাতার বিশ্বকাপের রাষ্ট্রদূতের এই বিতর্কিত মন্তব্যে শোরগোল পড়েছে ফুটবল দুনিয়ায়। বিবিধ নিয়মের বেড়াজাল রয়েছে কাতারে । যার মধ্যে একটি সমকামিতা।
কাতারে সমকামিতা অবৈধ। মুহান্নাদির মতে “কাতারে এলে, এদেশের নিয়ম মানতেই হবে।” আর এই মন্তব্যের পর বিশ্বকাপে আসা সমকামী মানুষদের মধ্যে শুরু হয়েছে অস্বস্তি। বর্তমান সময়ে দাঁড়িয়ে সমকামিতার মতো বিষয়গুলি বিভিন্ন দেশে আইনের স্বীকৃতি লাভ করছে। এমন সময়ে সমকামিতা নিয়ে মুহান্নাদির এইরূপ বক্তব্য ঠিক কতটা যুক্তিযুক্ত? আগত অতিথিদের জন্য কেন জারি হবে এইরূপ নিয়ম? অনেক উত্তর এখনও অজানা।
Latest Videos