FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে খরচ কত জানেন?
এই পরিমাণ অর্থ সারা বিশ্বে কোনও টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কোনও দেশই খরচ করেনি!
এতদিন রেকর্ড ছিল ব্রাজিলের। সে সব ভেঙে চুরমার! বাড়তে বাড়তে বাজেট যে এমন আকাশছোঁয়া হতে পারে, তা কি কেউ ভেবেছিল? ধনী দেশ খরচপাতি নিয়ে ভাববে না এটাই স্বাভাবিক। এই কারণেই বোধহয় বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই আলোচনায় কাতার। ঠিক কত অর্থ ব্যয় করতে চলেছে কাতার এ বারের বিশ্বকাপে (Qatar World Cup 2022)? বিশ্বকাপ আয়োজন করার জন্য কাতার ২০০ বিলিয়ন ডলার খরচ করতে চলেছে! টাকার অঙ্কে কত হতে পারে? প্রায় ১৬ লক্ষ ৩৩ হাজার কোটি টাকার মতো! যা শুনে তাজ্জব হয়ে গিয়েছে সকলেই।
এই পরিমাণ অর্থ সারা বিশ্বে কোনও টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে কোনও দেশই খরচ করেনি! এমনকি, অলিম্পিকের মতো ইভেন্ট আয়োজনেও কোনও দেশকে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়নি। এই বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে, মিলিয়ন থেকে বিলিয়নে পা দেওয়ার প্রথম যাত্রা শুরু করেছিল আমেরিকা। কেন এমন বিপুল অর্থ ব্যয় কাতারের? পরিকাঠামোর জন্য ব্যয় করা হয়েছে অনেকখানি অর্থ। স্টেডিয়াম, হোটেল, টিমগুলোর জন্য আধুনিক পরিকাঠামো, ফুটবল ভক্তদের থাকার আয়োজন, এ সব তৈরি করা হয়েছে। পরিকাঠামো গত কারণেই খরচ হয়েছে ৬.৫ বিলিয়ন ডলার।