Fifa World Cup 2022: ভাঙা গড়ার আহমদ বিন আলি স্টেডিয়াম

Fifa World Cup 2022: ভাঙা গড়ার আহমদ বিন আলি স্টেডিয়াম

TV9 Bangla Digital

| Edited By: তিথিমালা মাজী

Updated on: Nov 13, 2022 | 3:12 PM

আহমদ বিন আলি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ৭ টি ম্যাচ হবে। একসময়ে এখানে একটি স্টেডিয়াম ছিল। ২০১৫ সালে সেটি ভেঙে ফেলা হয়। ২০১৬ সালে শুরু হয় নতুন স্টেডিয়াম তৈরির কাজ ।

প্রকৃতি হল আহমদ বিন আলি স্টেডিয়ামের অনুপ্ররণা। এই স্টেডিয়াম তৈরির সময়ে একটিও গাছ কাটা হয়নি। লাল কালো দর্শকাসন, গোল পোস্টের পিছনে একটি সিংহের মাথার ছবি রয়েছে। স্টেডিয়ামের প্রবেশদ্বার বালিয়াড়ির মত আঁকাবাঁকা ঢেউ খেলানো তার সঙ্গে খাপ খাওয়ানো জ্যামিতিক আকার স্টেডিয়ামটিকে করে তুলেছে অনন্য । আহমদ বিন আলি স্টেডিয়ামের চারপাশে আছে ছ’টি ফুটবল মাঠ। এছাড়াও রয়েছে দৌড়নোর ট্র্যাক,টেনিস কোর্ট,প্যাডেল কোর্ট , আউটডোর জিম, স্কেট পার্ক এবং অ্যাকোয়াটিক সেন্টার। দোহা থেকে ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই স্টেডিয়াম দোহা মেট্রো রেল দ্বারা সংযুক্ত।

আহমদ বিন আলি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ৭ টি ম্যাচ হবে। একসময়ে এখানে একটি স্টেডিয়াম ছিল। ২০১৫ সালে সেটি ভেঙে ফেলা হয়। ২০১৬ সালে শুরু হয় নতুন স্টেডিয়াম তৈরির কাজ । পুরনো স্টেডিয়ামের ইমারতি দ্রব্যের ৮০ শতাংশ ব্যবহৃত হয়েছে নতুন স্টেডিয়াম। ২১ নভেম্বর আহমদ বিন আলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েলস।

Published on: Nov 13, 2022 02:23 PM