FIFA World Cup 2022: খলিফা ইন্টারন্যাশান্যাল স্টেডিয়াম: মাঠ নাকি স্বপ্নপুরী

FIFA World Cup 2022: খলিফা ইন্টারন্যাশান্যাল স্টেডিয়াম: মাঠ নাকি স্বপ্নপুরী

TV9 Bangla Digital

| Edited By: তিথিমালা মাজী

Updated on: Nov 14, 2022 | 12:23 PM

অতীতে খলিফা ইন্টারন্যাশান্যাল স্টেডিয়ামে আরবিয়ান গালফ কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আইএএএফ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

১৯৭৬ তৈরি হওয়া খলিফা ইন্টারন্যাশান্যাল স্টেডিয়াম এক গৌরবময় অতীতের সাক্ষী। কাতারের ফুটবল এবং অ্যাথলেটিক্সের ইতিহাসের সঙ্গে এই স্টেডিয়ামের নাম অঙ্গাঙ্গীভাবে জড়িত। বিশ্বকাপের জন্য ঢেলে সাজানো হয়েছে এই স্টেডিয়াম। যুক্ত হয়েছে একটি নতুন টিয়ার, দর্শকাসন বেড়েছে ১২ হাজার। নতুন ভাবে তৈরি এই স্টেডিয়াম ২০১৭ এ পুনরায় উদ্বোধন করা হয়েছে আমির কাপে। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শকাসন ৪০,০০০।

অতীতে খলিফা ইন্টারন্যাশান্যাল স্টেডিয়ামে আরবিয়ান গালফ কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ আইএএএফ ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর ইংল্যান্ড আর ইরানের ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ অভিযান শুরু করবে এই স্টেডিয়াম। খলিফা ইন্টারন্যাশান্যাল স্টেডিয়ামের অপরূপ দুটি আর্চ স্টেডিয়ামটির স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখন তার তলায় যুক্ত হয়েছে চাঁদোয়ার মত একটি অংশ। এর ফলে ফুটবলার ও দর্শকদের কাতারের উষ্ণ আবহাওয়ায় কিছুটা ঠান্ডা দেবে খলিফা ইন্টারন্যাশান্যাল স্টেডিয়াম। দোহা শহর থেকে এই স্টেডিয়ামের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার।

Published on: Nov 14, 2022 12:22 PM