Ramnagra in Sholay: শোলের শুটিং হয় এই হিল স্টেশনে
এই পাহাড়ের ওপর থেকে অমোঘ সংলাপ, ‘দূর গ্রামে যখন শিশু কাঁদে মা বলে ঘুমিয়ে পড় নইলে গব্বর আসবে’। গব্বর সিং এর রামগড়, জয়-বিরুর রামগড় আদতে এই পাহাড়। হিন্দি ব্লক বাস্টার ‘শোলে’র সেট পড়েছিল কর্ণাটকের এই পাহাড়ে। ফিল্মের রামগড়, বাস্তবের রামনগরা। বেঙ্গালুরু থেকে ৬০ কিলোমিটার দূরে এই হিল স্টেশন। কাছেই পুতুলের গ্রাম চন্নাপটনা। এখানকার তৈরি কাঠের […]
এই পাহাড়ের ওপর থেকে অমোঘ সংলাপ, ‘দূর গ্রামে যখন শিশু কাঁদে মা বলে ঘুমিয়ে পড় নইলে গব্বর আসবে’। গব্বর সিং এর রামগড়, জয়-বিরুর রামগড় আদতে এই পাহাড়। হিন্দি ব্লক বাস্টার ‘শোলে’র সেট পড়েছিল কর্ণাটকের এই পাহাড়ে। ফিল্মের রামগড়, বাস্তবের রামনগরা। বেঙ্গালুরু থেকে ৬০ কিলোমিটার দূরে এই হিল স্টেশন। কাছেই পুতুলের গ্রাম চন্নাপটনা। এখানকার তৈরি কাঠের খেলনা বিশ্ব বিখ্যাত। হোয়াইট হাউসেও সগর্বে রয়েছে এই খেলনা। রামগিরির রক ক্লাইম্বিং এখানকার অন্যতম আকর্ষণ। আর পূর্ণিমার রাত্রে এখানে গেলে নাইট ট্রেকিং ও করা যায় স্বচ্ছন্দে। কাছেই রয়েছে সিল্ক মার্কেট। দক্ষিণ ভারতের রেশম বস্ত্র কীভাবে তৈরি হয় তাও দেখতে পারেন এখানে। রামদেবরা বেট্টা পাহাড় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০০০ ফিট ওপরে। এখানেও শোলের বেশকিছু দৃশ্যের শ্যুট হয়। এখানকার বিভিন্ন স্থানে শোলের স্মৃতি ছড়িয়ে আছে। শোলের সেট পড়ার আগে এই গ্রামের বিষয়ে খুব একটা কেউ জানত না। তখন এটা ছিল একটা অফবিট ট্র্যাভেল ডেসটিনেশন। শোলের শ্যুটের পর থেকে এই জায়গাটা বিখ্যাত হয়ে যায়। বেঙ্গালুরু মাইসোর হাইওয়ে এনএইচ ২৭৫ দিয়ে আসা যায় রামনগরা। গরমের ছুটিতে দক্ষিণ ভারতে গেলে ঘুরে আসতেই পারেন এখানে।