Rampurhat IVF News: ভালবাসার এক অনন্য নিদর্শন দেখল রামপুরহাট

Rampurhat IVF News: ভালবাসার এক অনন্য নিদর্শন দেখল রামপুরহাট

Nandan Paul

|

Updated on: Dec 20, 2023 | 7:48 PM

Rampurhat IVF News: ৪৮ বছর বয়সে মা হলেন রামপুরহাটের এক মহিলা। স্বামীর মৃত্যুর ২ বছর পর জন্ম নিল সন্তান। যা আলোচনা তৈরি করেছে রামপুরহাটে।

রামপুরহাটের স্বামী-স্ত্রী। দুজনেরই স্বপ্ন ছিল এক সন্তানের। কিন্তু করোনা ছারখার করে দিয়েছিল পরিবারকে। করোনার থাবায় মারা যান স্বামী। ২০২১ সালে। শোকে পাথর স্ত্রী তবুও চাইতেন, মা হতে। শুধু তাই নয়, স্বামীর শুক্রাণুতেই তাঁর গর্ভে আসুক সন্তান। এমনটাই চাইতেন স্ত্রী। মহিলার এমন ইচ্ছে শুনে তাঁকে প্রায় এক ঘরে করে দেয় তাঁর বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির লোকজন। লোকলজ্জার ভয়ে। ভালবাসার গভীরতা আর কবে ভয় পেয়েছে সমাজের নীতিপুলিশদের? লড়াই করলেন মহিলা। সম্বল একটা ছোট্ট মুদির দোকান। স্বামী মারা যাওয়ার পর সেই দোকানই ছিল পেট চালানোর একমাত্র সহয়া সম্বল। লড়াই করলেন মহিলা।

অবশেষে মৃত স্বামীর শুক্রাণু ব্যবহার করে ১১ ডিসেম্বর রাতে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে IVF পদ্ধতিতে ৪৮ বছর বয়সে সন্তানের মা হলেন।সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেও মা এখনও ভর্তি রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজের CCU তে। চিকিৎসকদের দাবি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

মা হওয়ার পরও তাঁকে দেখার কেউ নেই। সদ্য মাকে দেখাশোনা করছেন, তাঁর দোকানে কাজ করা মহিলা ও তাঁর ছেলে। ভালবাসার জন্য লড়াই। সেই লড়াইয়ে আর থাকেই বা কজন। থাকে শুধু অন্তরের গভীরতা। সেটাই শক্তি। সেটাই অদম্য বিশ্বাস।