Ranbir Kapoor: আলোকচিত্রীকে ধাক্কা দিতে-দিতে লিফটে টেনে নিয়ে যান রণবীর?
Bollywood News: ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা। বিরক্ত হচ্ছিলেন রণবীর কাপুর। তাই বলে ছবিওয়ালাকে ধাক্কা দেবেন তিনি! এমনটাই ঘটেছে। শুধু তা-ই নয়, আলোকচিত্রীকে ধাক্কা দিতে-দিতে লিফটে টেনে নিয়ে যান তিনি।
মিলন হল এতদিনে
২০১৪ সাল থেলে ২০২৩—সময়টা কম নয়। নয়-নয় করে প্রায় নয় বছর। নয় বছরে একে-অন্যের মুখ দেখেননি সলমন খান ও অরিজিৎ সিং। অবশেষে বৈরিতার অবসান। সলমন খানের ‘টাইগার থ্রি’ ছবিতে তাঁর লিপে গান গাইলেন অরিজিৎ। খুশি তাঁদের ভক্তরাও।
টাইগার ঝড়
না, ‘টাইগার থ্রি’ ছবি নয়, এবার টাইগার শ্রফে মজলেন দর্শকেরা। খবর প্রকাশ্যে এসেছিল আগেই, টাইগার থাকতে চলেছেন রোহিট শেট্টির আগামী পুলিশ সিরিজে। ‘সিংঘম এগেইন’ ছবির শেষ দৃশ্যে তাক লাগানো স্টারকাস্ট। এবার সামনে এল পুলিশ বেশে টাইগার শ্রফের লুক, সুঠাম চেহারা, হটলুকে নেটপাড়ায় ঝড় তুললেন ‘বাঘি’-স্টার।
রণবীরের ধাক্কা
ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা। বিরক্ত হচ্ছিলেন রণবীর কাপুর। তাই বলে ছবিওয়ালাকে ধাক্কা দেবেন তিনি! এমনটাই ঘটেছে। শুধু তা-ই নয়, আলোকচিত্রীকে ধাক্কা দিতে-দিতে লিফটে টেনে নিয়ে যান তিনি। আপাতদৃষ্টিতে রণবীর মজা করলেও গোটা ঘটনাটি মোটেও ভালভাবে নেননি নেটিজেনদের একটা বড় অংশ।
‘বিগ বস’ সম্প্রচারে সাবধান
শুরু হতে চলেছে বিগ বস সিজ়ন ১৭। তার আগেই কড়া আইনে বেঁধে ফেলা হল এই রিয়্যালিটি শো-কে। দিল্লি উচ্চ-আদালতের নির্দেশ, এই রিয়্যালিটি শোয়ের বেআইনি সম্প্রচার রুখতে হবে। বিভিন্ন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় যদি এই শোয়ের বেআইনি সম্প্রচার হয়, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবেই গণ্য করা হবে।
ফের এক ফ্রেমে শাহরুখ-আলিয়া-রণবীর
একটি বিজ্ঞাপনে ফের ঝলক মিলল শাহরুখ খানের। এবং সেই বিজ্ঞাপনে তাঁর সঙ্গে দেখা মিলল বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুরের। ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির সানায়া চরিত্রের বেশে আলিয়া এবং বরফির বেশে রণবীর। ‘জওয়ান’-এর মেট্রো দৃশ্যটি দেখানো হয়েছে বিজ্ঞাপনে।
প্রকাশ্যে রাজের ছবির ঝলক
দু’বছর আগে জেল হয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। পর্নোগ্রাফিক ভিডিয়ো তৈরির মূল ষড়যন্ত্রকারী নাকি ছিলেন তিনিই। মুম্বইয়ের আর্থার রোডে ২ মাস রাখা হয়েছিল তাঁকে। তারপর ছাড়া পেয়েছিলেন রাজ। এখনও বিচারাধীন তারকা-স্বামী তৈরি করেছেন তাঁর জেলজীবনকে কেন্দ্র করে একটি ছবি, যার নাম ‘U69’। ট্রেলারে দেখা যায়, নিজস্ব টুথব্রাশ নিয়েও জেলে ঢুকতে দেওয়া হয়নি তাঁকে।
কটাক্ষের শিকার রাজ
রাজ কুন্দ্রা অভিনীত প্রথম ছবি ‘U69’-এর ট্রেলার মুক্তি পেল। সেই অনুষ্ঠানে এসেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ। জানালেন, “ভারতে কেবল শাহরুখ খান আবার যৌনতা বিক্রি হয়।” এই মন্তব্য করামাত্রই কটাক্ষের শিকার রাজ। কেউ বললেন, “আপনি মাস্কেই ভাল ছিলেন”, কেউ বললেন “প্রচারে আসার ভাল কৌশল”।
জামাই নিয়ে চিন্তায় ছিলেন রিচার মা
অভিনেতা আলি ফজ়লকে বিয়ে করেছেন রিচা চাড্ডা। জামাইয়ের খোঁজ পেয়ে প্রথমটাই আঁতকে উঠেছিলেন তিনি। মেয়ে রিচাকে সাবধান করেছিলেন, তিনি বিবাহিত পুরুষকে বিয়ে করছেন যাঁর ২টি সন্তানও আছে। আসলে রিচার মা ভেবেছিলেন, অভিনেত্রী বিয়ে করতে চাইছেন পাকিস্তানের গায়ক-অভিনেতা আলি জ়াফরকে।
টিআরপিতে এগিয়ে কে?
টিআরপি তালিকায় কখন যে কী হয়, তা হলফ করে বলা মুশকিল। এই যেমন ‘জগদ্ধাত্রী’, বিগত বেশ কিছু সময় ধরে এই ধারাবাহিকটিকে কিছুতেই টলানো যাচ্ছিল না। কিন্তু এই সপ্তাহে সব সমীকরণ ঘেঁটে ঘ। প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’ থাকলেও, ‘জগদ্ধাত্রী’ এবার পৌঁছে গিয়েছে এক্কেবারে তৃতীয় স্থানে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে রয়েছে একজোড়া ধারাবাহিক—’নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’।