Ranthambore News: দুর্গ আর কেল্লা ঘেরা বাঘের বন
Ranthambore News: রাজস্থানের রণথম্বোর অরণ্যপ্রিয় পর্যটকদের জনপ্রিয় ট্র্যাভেল ডেস্টিনেশন। বন্যপ্রাণের বৈচিত্রের স্বর্গরাজ্য এই বনভূমি। প্রায় ৩৯২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রণথম্বোর। ৮ম শতকে চৌহানরা গড়ে তোলে রণথম্বোর অরণ্য।
রাজস্থানের রণথম্বোর অরণ্যপ্রিয় পর্যটকদের জনপ্রিয় ট্র্যাভেল ডেস্টিনেশন। বন্যপ্রাণের বৈচিত্রের স্বর্গরাজ্য এই বনভূমি। প্রায় ৩৯২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রণথম্বোর। ৮ম শতকে চৌহানরা গড়ে তোলে রণথম্বোর অরণ্য।
এই জঙ্গলের কেন্দ্রে রণথম্বোর দুর্গ। পাহাড় চূড়ার প্রাচীন দুর্গ ও প্রাসাদ এই জঙ্গলকে আরও রহস্যময় করেছে। দুর্গটি ইউনেস্কো হেরিটেজ সাইট। এই অরণ্যে আছে রয়্যাল বেঙ্গল টাইগার,হায়েনা, লেপার্ড, স্লথ বিয়ার জাতীয় মাংসাশী প্রজাতি। তৃণভোজীদের মধ্যে নীলগাই, সম্বর, চিতল ও নানা প্রজাতির হরিণ। ৩০০র বেশি প্রজাতির পাখি আছে এই জঙ্গলে। প্রচুর পরিযায়ী পাখি আসে এই অরণ্যে। এখানে আছে বিশ্ববিখ্যাত বাঘ মাচালি। এই জঙ্গলে যাবার সেরা সময় অক্টোবর থেকে এপ্রিল মাস। এখানকার উল্লেখযোগ্য স্পট যোগী মহল, ত্রিনেত্র গণেশ মন্দির, মালিক তালাও ও সিংহ দ্বার।
এছাড়াও যেতে পারেন আদিদান্ত, লাম্বি, তামাখান ও লক্কড় দা। গাইড ও সাফারি জিপের জন্য আলাদা ফি দিতে হয়। জঙ্গল সাফারির সময় উগ্র গন্ধ ব্যবহার করা উচিত নয়। পোশাক সবুজ বা মাটি রঙের পরুন।