RBI Pension Plan: প্রতি মাসে বাড়বে পেনশন!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 29, 2023 | 7:18 PM

আরবিআইয়ের অবসরপ্রাপ্ত প্রায় ৩০,০০০ কর্মীদের ৪ বছরে পেনশন বেড়েছে ১৩.৫৬%। ১ নভেম্বর ২০১৭ সালের আগে অবসর কর্মীদের জন্য সরকার একটি সিদ্ধান্ত জানায়। পেনশন সংশোধনের আবেদন করে সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর হয় জুন ২০২৩ থেকে।

Follow Us

আরবিআইয়ের অবসরপ্রাপ্ত প্রায় ৩০,০০০ কর্মীদের ৪ বছরে পেনশন বেড়েছে ১৩.৫৬%। ১ নভেম্বর ২০১৭ সালের আগে অবসর কর্মীদের জন্য সরকার একটি সিদ্ধান্ত জানায়। পেনশন সংশোধনের আবেদন করে সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর হয় জুন ২০২৩ থেকে। আরবিআই জানায়,১০০ টাকার বেসিক পেনশন সংশোধন করে ১৬৩ টাকা হয়েছে। মার্চ মাসের শেষ পর্যন্ত আরবিআইয়ের কর্মীর সংখ্যা ১৩,৮১৫ । পেনশন সংশোধন শেষবার হয় ২০১৯ সালে । সেই সময় পেনশন এবং মহার্ঘ ভাতা বেড়েছিল ১০%। ১৬ বছর পর এই পেনশনের সংশোধন হয়েছিল। সেই সময় সরকারি অবহেলার জন্য অবসরপ্রাপ্ত কর্মীরা প্রতিবাদ করেন। ১৯৯০ সালে প্রথম শুরু করা হয় পেনশন স্কিমটি। আরবিআই ৪ বার পেনশন সংশোধন করেছে। আরবিআইয়ের আছে নিজস্ব পেনশন তহবিল। সেখান থেকে কর্মচারীদের পেনশন দেওয়া হয়।

আরবিআইয়ের অবসরপ্রাপ্ত প্রায় ৩০,০০০ কর্মীদের ৪ বছরে পেনশন বেড়েছে ১৩.৫৬%। ১ নভেম্বর ২০১৭ সালের আগে অবসর কর্মীদের জন্য সরকার একটি সিদ্ধান্ত জানায়। পেনশন সংশোধনের আবেদন করে সরকার। সেই সিদ্ধান্ত কার্যকর হয় জুন ২০২৩ থেকে। আরবিআই জানায়,১০০ টাকার বেসিক পেনশন সংশোধন করে ১৬৩ টাকা হয়েছে। মার্চ মাসের শেষ পর্যন্ত আরবিআইয়ের কর্মীর সংখ্যা ১৩,৮১৫ । পেনশন সংশোধন শেষবার হয় ২০১৯ সালে । সেই সময় পেনশন এবং মহার্ঘ ভাতা বেড়েছিল ১০%। ১৬ বছর পর এই পেনশনের সংশোধন হয়েছিল। সেই সময় সরকারি অবহেলার জন্য অবসরপ্রাপ্ত কর্মীরা প্রতিবাদ করেন। ১৯৯০ সালে প্রথম শুরু করা হয় পেনশন স্কিমটি। আরবিআই ৪ বার পেনশন সংশোধন করেছে। আরবিআইয়ের আছে নিজস্ব পেনশন তহবিল। সেখান থেকে কর্মচারীদের পেনশন দেওয়া হয়।

Next Article