Richest Indian Woman Story : দেশের ধনীতম মহিলাকে চেনেন?

Dec 14, 2023 | 5:28 PM

দেশের ধনীদের তালিকায় আজিম প্রেমজিকে টপকে উঠে এলেন জেএসডব্লু স্টিলের কর্ণধার সাবিত্রী জিন্দাল। গত ২ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৮৭%। আর এর ফলেই এই নজরকাড়া উত্থান।এই পরিবর্তনের ফলে ভারতের ধনী ব্যক্তিদের তালিকাটা বর্তমানে কেমন হল দেখুন।

Follow Us

দেশের ধনীদের তালিকায় আজিম প্রেমজিকে টপকে উঠে এলেন জেএসডব্লু স্টিলের কর্ণধার সাবিত্রী জিন্দাল। গত ২ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৮৭%। আর এর ফলেই এই নজরকাড়া উত্থান।এই পরিবর্তনের ফলে ভারতের ধনী ব্যক্তিদের তালিকাটা বর্তমানে কেমন হল দেখুন।

প্রথম স্থানে – মুকেশ অম্বানী ৯২.৩ বিলিয়ন ডলার।দ্বিতীয় স্থানে গৌতম আদানি ৮৫.৩ বিলিয়ন ডলার।তৃতীয় স্থানে সাপুর মিস্ত্রি (টাটা গ্রুপ) ৩৩.৮ বিলিয়ন ডলার।চতুর্থ স্থানে শিব নাদার (এইচসিএল টেকনোলজিস) ৩১.৬ বিলিয়ন ডলার।পঞ্চম স্থানে সাবিত্রী জিন্দাল ২৫০ কোটি ডলার।এর আগে এই পঞ্চম ধনী ব্যক্তির স্থানে ছিলেন উইপ্রোর কর্ণধার আজিম প্রেমজি। তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৪০ কোটি ডলার। তাঁকে টপকে দেশের ৫ম ও সবচেয়ে ধনী মহিলার আসনে বসলেন জেএসডব্লু স্টিলের কর্ণধার সাবিত্রী জিন্দাল। একই সঙ্গে দুনিয়ার ধনীতমদের তালিকাতেও সাবিত্রী জিন্দাল টেক্কা দিলেন আজিম প্রেমজিকে।

বিশ্বের ধনীদের তালিকায় কেমন ?বিশ্বের ধনীতম সম্পত্তির পরিমাণ।প্রথম স্থানে এলন মাস্ক (স্পেস এক্স ও টেসলার মালিক) ২২৩ বিলিয়ন ডলার।১৩তম স্থানে মুকেশ অম্বানী ৯২.৩ বিলিয়ন ডলার।১৪তম স্থানে গৌতম আদানি ৮৫.৩ বিলিয়ন ডলার।৬১ তম স্থানে সাবিত্রী জিন্দাল ২৫০ কোটি ডলার।৬৬তম স্থানে আজিম প্রেমজি ২৪০ কোটি ডলার। ইস্পাত ক্ষেত্রে ব্যবসায় সাবিত্রী জিন্দালের উপার্জন মোট উপার্জনের ৩০% । এছাড়াও বিদ্যুৎ, সিমেন্ট ও পরিকাঠামো নির্মাণে সাবিত্রী জিন্দালের বিনিয়োগ রয়েছে।

দেশের ধনীদের তালিকায় আজিম প্রেমজিকে টপকে উঠে এলেন জেএসডব্লু স্টিলের কর্ণধার সাবিত্রী জিন্দাল। গত ২ বছরে তাঁর সম্পত্তির পরিমাণ বেড়েছে ৮৭%। আর এর ফলেই এই নজরকাড়া উত্থান।এই পরিবর্তনের ফলে ভারতের ধনী ব্যক্তিদের তালিকাটা বর্তমানে কেমন হল দেখুন।

প্রথম স্থানে – মুকেশ অম্বানী ৯২.৩ বিলিয়ন ডলার।দ্বিতীয় স্থানে গৌতম আদানি ৮৫.৩ বিলিয়ন ডলার।তৃতীয় স্থানে সাপুর মিস্ত্রি (টাটা গ্রুপ) ৩৩.৮ বিলিয়ন ডলার।চতুর্থ স্থানে শিব নাদার (এইচসিএল টেকনোলজিস) ৩১.৬ বিলিয়ন ডলার।পঞ্চম স্থানে সাবিত্রী জিন্দাল ২৫০ কোটি ডলার।এর আগে এই পঞ্চম ধনী ব্যক্তির স্থানে ছিলেন উইপ্রোর কর্ণধার আজিম প্রেমজি। তাঁর সম্পত্তির পরিমাণ আনুমানিক ২৪০ কোটি ডলার। তাঁকে টপকে দেশের ৫ম ও সবচেয়ে ধনী মহিলার আসনে বসলেন জেএসডব্লু স্টিলের কর্ণধার সাবিত্রী জিন্দাল। একই সঙ্গে দুনিয়ার ধনীতমদের তালিকাতেও সাবিত্রী জিন্দাল টেক্কা দিলেন আজিম প্রেমজিকে।

বিশ্বের ধনীদের তালিকায় কেমন ?বিশ্বের ধনীতম সম্পত্তির পরিমাণ।প্রথম স্থানে এলন মাস্ক (স্পেস এক্স ও টেসলার মালিক) ২২৩ বিলিয়ন ডলার।১৩তম স্থানে মুকেশ অম্বানী ৯২.৩ বিলিয়ন ডলার।১৪তম স্থানে গৌতম আদানি ৮৫.৩ বিলিয়ন ডলার।৬১ তম স্থানে সাবিত্রী জিন্দাল ২৫০ কোটি ডলার।৬৬তম স্থানে আজিম প্রেমজি ২৪০ কোটি ডলার। ইস্পাত ক্ষেত্রে ব্যবসায় সাবিত্রী জিন্দালের উপার্জন মোট উপার্জনের ৩০% । এছাড়াও বিদ্যুৎ, সিমেন্ট ও পরিকাঠামো নির্মাণে সাবিত্রী জিন্দালের বিনিয়োগ রয়েছে।

Next Video