Alipurduar Rain: নদীর জলে বিপদ বাড়ছে উত্তরবঙ্গে?

Alipurduar Rain: নদীর জলে বিপদ বাড়ছে উত্তরবঙ্গে?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 19, 2023 | 9:18 PM

ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে আলিপুরদুয়ারে নদীর জল বাড়ছে।কালজানি,ডিমা,রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি,হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

ভুটান পাহাড়ে অবিশ্রান্ত বর্ষনে আলিপুরদুয়ারে নদীর জল বাড়ছে।কালজানি,ডিমা,রায়ডাক,তোর্সা,সংকোশ নদীগুলিতে জল বাড়ছে।গত ২৪ ঘন্টায় আলিপুরদুয়ারে ১৪০.২০ মিমি,হাসিমারাতে ১৬০ মিমি বৃষ্টিপাত হয়েছে।ভুটানে অবিশ্রান্ত বর্ষনের ফলে নদীর জল বেড়ে যাওয়ায় বন্যার আশংকা দেখা দিয়েছে।আলিপুরদুয়ার পুরসভার নদীর চর এলাকার ওয়ার্ড গুলিতে জল। পুরসভার ৯,১৮ নম্বর ওয়ার্ডের দ্বীপচর,হঠাৎ কলোনী ও বালাটারী এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।আলিপুরদুয়ার শহর থেকে বালাটারী যাওয়ার বাঁশের সাঁকো ভেঙ্গে গেছে।যদি ভুটানে বৃষ্টি আর ও বেড়ে যায় তবে নদীর জল বেড়েভএলাকাগুলির অবস্থা সংকটে দাঁড়াবে।যদিও পুর প্রশাসন জানিয়েছে, আমি তৈরি রয়েছি।পুর এলাকাগুলিতে জল জমলে স্লুইস গেট গুলি খুলে দেঈয়া হবে।