মা Celeb-এর Set-এ রূপাঞ্জনা মিত্র

স্বরলিপি ভট্টাচার্য

|

Updated on: Mar 07, 2021 | 11:31 PM

মা-ছেলের খুনসুটি, আহ্লাদ, আবদারের কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিল TV9 বাংলা। দর্শকের দরবারে আজ রূপাঞ্জনার মা হওয়ার জার্নি।

একদিকে মায়ের আদর, অন্যদিকে বাবার স্নেহ, ছেলেকে দুটোই একসঙ্গে দিয়ে বড় করছেন রূপাঞ্জনা মিত্র। সন্তান এবং কেরিয়ার ব্যালেন্স করছেন সমান তালে। মা-ছেলের খুনসুটি, আহ্লাদ, আবদারের কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিল TV9 বাংলা। দর্শকের দরবারে আজ রূপাঞ্জনার মা হওয়ার জার্নি।

মা হওয়ার পর নিজের মাকে নতুন ভাবে চিনতে শুরু করেছেন রূপাঞ্জনা। মা না থাকলে, তাঁর কোনও অস্তিত্বই থাকত না বলে জানালেন অভিনেত্রী। এক কথায় মা তাঁর কাছে ‘ভারতবর্ষ’।